শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

রিয়ালের দেয়াল ডিঙিয়ে অ্যানফিল্ডে রেড উল্লাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম

শেয়ার করুন:

রিয়ালের দেয়াল ডিঙিয়ে অ্যানফিল্ডে রেড উল্লাস

অ্যানফিল্ডে থিবো কোর্তোয়ার একের পর এক দুর্দান্ত সেভও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে রক্ষা করতে পারল না। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ৮টি সেভ করেও ১–০ গোলের হার এড়াতে পারেননি বেলজিয়ান গোলকিপার।

এদিন বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও (৬৩ শতাংশ রিয়ালের দখলে) আক্রমণে আধিপত্য দেখায় লিভারপুল। একের পর এক আক্রমণে ক্লান্ত কোর্তোয়া প্রথমার্ধে জাল অক্ষত রাখলেও দ্বিতীয়ার্ধে ভুলের সুযোগ নিয়ে ম্যাচের একমাত্র গোলটি করে লিভারপুল।


বিজ্ঞাপন


ম্যাচের ৫২ মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ের স্পট কিক থেকে ডান পায়ে নেওয়া শট দারুণ এক হেডে জালে পাঠান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করা সেই হেডে এগিয়ে যায় ‘অল রেডস’। অফসাইড চেকের পরও গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এর আগে প্রথমার্ধে কোর্তোয়া ছিলেন রিয়ালের রক্ষাকবচ। ভির্টজ, সোবোস্লাই ও সালাহ—সবাই একের পর এক সুযোগ পেয়েও তাঁর গ্লাভসে আটকে যান। মাত্র ৪১ মিনিটের মধ্যেই ৪টি সেভ করেন কোর্তোয়া।

রিয়ালেরও সুযোগ এসেছিল প্রথমার্ধেই। ২১ মিনিটে বক্সে ঢুকে পড়ে ফাউলের দাবি তোলেন ভিনিসিয়ুস জুনিয়র, কিন্তু রেফারি তা নাকচ করে দেন। এক মিনিট পর ভ্যান ডাইকের ট্যাকলে এমবাপে পেনাল্টি আদায় করলেও ডিন হুইসেনের শট ফিরিয়ে দেন লিভারপুলের গোলকিপার মামারদাশভিলি।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। ৮৭ মিনিটে কোডি গাকপোর শট দারুণভাবে ঠেকান কোর্তোয়া, পরে সালাহর প্রচেষ্টাও ব্যর্থ হয় মিলিতাওয়ের কাছে।


বিজ্ঞাপন


এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমেও রিয়ালকে হারিয়েছিল আর্নে স্লটের দল; তখন ফল ছিল ২–০, এবার ১–০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ল তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর