রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ঢাকা

দুর্দান্ত রিয়ালের সামনে সমস্যায় জর্জরিত লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

দুর্দান্ত রিয়ালের সামনে সমস্যায় জর্জরিত লিভারপুল

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ যেন স্বপ্নের মতো উড়ছে। ১৪ ম্যাচে ১৩ জয় নিয়ে তারা এল ক্লাসিকোসহ সব প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে। আজ রাতে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। 

রিয়াল মাদ্রিদ এখন ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দল। বল পায়ে আক্রমণ, বল ছাড়া প্রতিআক্রমণ—দুই ক্ষেত্রেই তারা অপ্রতিরোধ্য। কোচ জাভি আলোনসোর কৌশলী পরিবর্তন ম্যাচ বদলে দিচ্ছে। প্রতিপক্ষের বল কেড়ে নেওয়ায় তারা অদ্বিতীয়। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর মতো তারকারা প্রতি ম্যাচে গোলবন্যা বইয়ে দিচ্ছেন। 


বিজ্ঞাপন


বিপরীতে, লিভারপুল হঠাৎ ছন্দ হারিয়েছে। মৌসুমের শুরু দুর্দান্ত হলেও সর্বশেষ ৮ ম্যাচে ৬ হার তাদের পিছিয়ে দিয়েছে। কোচ আরনে স্লটের দল এখন রিয়ালের ঠিক উল্টো মেরুতে। তবে অ্যানফিল্ডে ঘরের মাঠের সুবিধা আছে। মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইকরা রিয়ালের তারকাদের রুখতে পারলে সমর্থকদের হাসি ফোটাতে পারেন।

ম্যাচের আগে লিভারপুলের মাঠে অনুশীলন এড়িয়ে মাদ্রিদে প্রস্তুতি নিয়েছেন আলোনসো। বিমানে চড়ে ইংল্যান্ড পাড়ি দিয়েছেন দল নিয়ে। কারণ? “এটা আমার সিদ্ধান্ত। নিজেদের মাঠে অনুশীলন করলে প্রতিপক্ষ ২০০ ক্যামেরা দিয়ে আমাদের গোপনীয়তা ভাঙতে পারবে না,” বলেছেন তিনি। এতে লিভারপুল অন্ধকারে থাকবে রিয়ালের পরিকল্পনা নিয়ে।

দুই দলের শেষ দেখায় লিভারপুল জিতেছিল, তখন আলোনসো লেভারকুসেন কোচ ছিলেন। গত মৌসুমে অবশ্য লেভারকুসেন অ্যানফিল্ডে হেরে ফিরেছিল। এবার আলোনসোর রিয়াল কি লিভারপুলের মাটিতে জয় তুলে নেবে, নাকি সালাহরা তার ফেরা পণ্ড করবে?

রিয়াল-লিভারপুল ম্যাচে লস ব্লাঙ্কোসরা ফেভারিট, তবে অ্যানফিল্ডের জাদু ও লিভারপুলের তারকারা চমক দিতে পারেন। আলোনসোর গোপনীয়তা রিয়ালকে এগিয়ে রাখবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর