ফুটবল দুনিয়ার চিরচেনা বিতর্ক মেসি নাকি রোনালদো, কে সেরা? বছরের পর বছর ধরে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ভক্তদের মুখে। এবার সেই আলোচনায় আবার আগুন জ্বালালেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে নতুন এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্টভাবেই বলেন, “মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।”
বিজ্ঞাপন
মর্গান জানিয়েছেন, এটি রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার। পূর্ণ ভিডিও প্রকাশিত হবে ৪ নভেম্বর, তবে প্রকাশিত এক মিনিটের টিজারেই আলোচনার ঝড় উঠেছে। সেই ক্লিপে দেখা যায়, মর্গান প্রশ্ন করেন, “অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?” জবাবে রোনালদো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি সেই মতের সঙ্গে একমত নই।”
মর্গান এরপর সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্যের কথা তুললে, যেখানে রুনি বলেছিলেন, মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ। রোনালদো শান্ত গলায় জবাব দেন, “আমার কিছু যায় আসে না।”
এই শান্ত আত্মবিশ্বাসই হয়তো রোনালদোর সাফল্যের মূল রহস্য। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা বর্তমানে সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলছেন। বয়স প্রায় ৪০ হলেও তার মধ্যে এখনো সেই প্রতিযোগিতার আগুন জ্বলছে।
সাক্ষাৎকারে এক পর্যায়ে মর্গান মজা করে বলেন, “তুমি তো এখন বিলিয়নিয়ার!” জবাবে রোনালদো হেসে বলেন, “না, আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি।”
বিজ্ঞাপন
রোনালদোর এই কথাগুলো আবারও প্রমাণ করে, আত্মবিশ্বাসই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি হয়তো নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে নিশ্চিত, তবে ‘মেসি বনাম রোনালদো’ বিতর্ক থামার নয়। মাঠ থেকে শুরু করে কফিশপের আড্ডা পর্যন্ত, এই তর্ক চলবেই আরও বহু বছর।

