গত মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি টাইগাররা জিতে নেয় ৩-০ ব্যবধানে। তবুও এ সিরিজের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠেছে। এর মধ্যে একটি হলো, দলে থাকার পরও কেনো উইকেটের পেছনে দেখা যায়নি নুরুল হাসান সোহানকে।
আফগানিস্তানের বিপক্ষে সে সিরিজে চোটের কারণে খেলেননি লিটন দাস। এ কারণে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন জাকের আলী অনিক। সিরিজের তিন ম্যাচেই উইকেটের পেছনে দেখা যায় তাকেই।
বিজ্ঞাপন
এদিকে উইকেটকিপিংয়ে তেমন সুখ্যাতি নেই জাকেরের। অন্যদিকে সোহান উইকেটের পেছনে পরীক্ষিত। কিন্তু আফগানদের বিপক্ষে তিন ম্যাচেই জাকের কিপিং করায় দর্শকদের মনে প্রশ্ন ওঠেছে। একই রকম প্রশ্ন ওঠেছে বিসিবির কর্তাব্যক্তিদের মনেও।
জাকের কিপিং করায় অনেকেই ভেবেছিলেন, জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন আহমেদই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, উইকেট কিপিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জাকের নিজেই।
দল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উইকেটের পেছনে থেকে দল পরিচালনা করতে সুবিধা হবে, এমনটা ভেবেই উইকেটকিপিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন জাকের। তবে ভারপ্রাপ্ত অধিনায়কের এ সিদ্ধান্তে ভেটো দিয়েছিলেন সালাউদ্দিন। টাইগারদের এই কোচ সোহানের কিপিং করা উচিত বলে জানিয়েছিলেন। তবে জাকের তা মানেননি।
পরে সালাউদ্দিন প্রধান কোচ ফিল সিমন্সকে অনুরোধ করেন জাকের সিদ্ধান্ত বদলাতে। কিন্তু ক্যারিবীয় এই কোচ অধিনায়কের কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না, তাই তিনি জাকেরের সিদ্ধান্ত বদলের চেষ্টাও করেননি।

