রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি দল ছাড়লেন হেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি দল ছাড়লেন হেড

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন না। অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে তিনি এবার খেলতে যাচ্ছেন শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে।

আগামী সপ্তাহে হোবার্টে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে হেড মাঠে নামবেন। এটি হবে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তার প্রথম ফার্স্ট-ক্লাস ম্যাচ। গত এক মাসে সীমিত ওভারের ক্রিকেটে হেডের ব্যাট থেকে বড় রান আসেনি। আট ইনিংসে সর্বোচ্চ করেছেন ৩১ রান, যদিও আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি করেছিলেন দুর্দান্ত ১৪২ রান।


বিজ্ঞাপন


অ্যাশেজে অস্ট্রেলিয়ার টেস্ট দলে হেড থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়। পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন তিনি, যেখানে তার আক্রমণাত্মক ব্যাটিং প্রায়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর আগে চার দিনের ম্যাচ খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হেডকেই দেওয়া হয়েছিল। শেফিল্ড শিল্ডের এই রাউন্ডটি হবে বেশ তারকাখচিত, কারণ টেস্ট স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই এতে অংশ নেবেন।

জশ হ্যাজেলউড দ্বিতীয় ম্যাচের পরই টি-টোয়েন্টি দল ছেড়েছেন, আর মিচেল স্টার্ক খেলবেন নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে। তাদের সঙ্গী হবেন অফস্পিনার নাথান লায়ন। শন অ্যাবটও হোবার্ট ম্যাচের পর টি-টোয়েন্টি স্কোয়াড ছাড়বেন এবং এনএসডব্লিউ দলে খেলবেন। অন্যদিকে, স্টিভেন স্মিথ গাব্বায় কুইন্সল্যান্ডের বিপক্ষে ১১৮ রানের ইনিংসের পর তার দ্বিতীয় শিল্ড ম্যাচ খেলতে নামবেন।

ভিক্টোরিয়া দলে থাকছেন স্কট বোল্যান্ড, যিনি তৃতীয়বারের মতো শিল্ডে মাঠে নামবেন। গত ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে বিশ্রামে ছিলেন তিনি। ক্যামেরন গ্রিন খেলবেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচেই তাকে আবার বোলিংয়ে ফিরতে দেখা যেতে পারে।  মার্নাস লাবুশেনও টেস্টের আগে আরেকটি ম্যাচ খেলতে আগ্রহী, কারণ তার টেস্ট দলে ফেরাটা এখন প্রায় নিশ্চিত। ওপেনিং পজিশন নিয়ে আলোচনায় রয়েছেন ম্যাট রেনশও।

তাসমানিয়ার হয়ে খেলবেন বো ওয়েবস্টার, অন্যদিকে সাউথ অস্ট্রেলিয়ার দলে থাকছেন অ্যালেক্স কেরি ও ট্রাভিস হেড। দ্রুতগতির পেসার ব্রেন্ডন ডগেট, যিনি ব্যাকআপ বোলার হিসেবে ডাক পেতে পারেন, তাকেও দেখা যাবে এই ম্যাচে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর