বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই আসরে দারুণ পারফরম্যান্সে সবার নজর কাড়ে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দুই আসর চ্যাম্পিয়ন হওয়া দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক। প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল হাউজফুল। তবে আগামী পাঁচ বছর বিপিএলে দেখা যাবে না ফরচুন বরিশালকে।
এরই মধ্যে দলটির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান। নিজেদের বাড়ি কুমিল্লায় হলেও কেন বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিতে চায়, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার কামাল তালুকদার। তিনি বলেন, “আমাদের ভাবির গ্রামের বাড়ি বরিশাল। আমাদের এক পার্টনারও বরিশাল থেকে। বরিশালের বড় ফ্যানবেজ ও ক্রিকেটপ্রেমী মানুষদের ভালোবাসা কাজে লাগিয়ে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই।”
বিজ্ঞাপন
কামাল আরও জানান, মালিকানা পেলে দল সাজানোর ক্ষেত্রে কোনো আপস করবে না তারা। “ফরচুন বরিশাল যেমন জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছিল, আমরা তার চেয়ে কম দল গঠন করব না, ইনশাআল্লাহ।”
তিনি ইঙ্গিত দেন, দলে থাকবে দেশি-বিদেশি ক্রিকেটারদের চমকও। “যদি আমরা দল পাই, কোচ ও খেলোয়াড় নির্বাচনে চমক থাকবে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজসহ বিভিন্ন দেশ থেকে তারকা খেলোয়াড় আনার চেষ্টা করব।”
গত দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। দুই আসরেই দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি এবং ২০২৩ সালে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
তামিমকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে কামাল বলেন, “তামিম ভাই বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আমরা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করব। উনি রাজি থাকলে আমাদের দলে খেলতে দেখতে চাই।”

