রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবারও ভারতের বাইরে হতে পারে আইপিএল নিলাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

আবারও ভারতের বাইরে হতে পারে আইপিএল নিলাম

দুবাই ও জেদ্দার পর আসছে আইপিএলের পরবর্তী নিলামও হতে পারে ভারতের বাইরে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের আইপিএল নিলাম আয়োজনের জন্য ভারত নয়, মধ্যপ্রাচ্যের একটি দেশকে ভাবছে বিসিসিআই।

সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। তবে ওমান বা কাতারেও নিলামটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকরা মূলত ভারতে নিলাম করতে চাইলেও উপযুক্ত ভেন্যু ও সময় নির্ধারণে সমস্যায় পড়ায় সিদ্ধান্ত বদলাতে পারে তারা।


বিজ্ঞাপন


আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হবে নিলাম। এর আগে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কোন খেলোয়াড়দের রেখে দেবে আর কাকে ছেড়ে দেবে, সেই তালিকা জমা দেবে।

এদিকে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাঞ্জু স্যামসনকে নিয়ে। রাজস্থান রয়্যালসের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি দল ছাড়তে পারেন। ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। রাজস্থানের কর্ণধার মানোজ বাদালে শিগগিরই মুম্বাইয়ে রিটেইন তালিকা নিয়ে বৈঠক করবেন।

গুঞ্জন রয়েছে, মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিতে পারে রাজস্থান। তবে প্রধান কোচ কুমার সাঙ্গাকারা থাকার কারণে তাদের মধ্যে একজনকে রেখে দেওয়ার সম্ভাবনাও আছে।

এছাড়া মোহাম্মদ শামিকে নিয়ে ট্রেডে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে সানরাইজার্স হায়দরাবাদ সম্ভবত তাকে নিলামে তুলবে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স ও নিজেদের কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার চিন্তায় আছে। কলকাতার ছাড়ার তালিকায় থাকতে পারেন ভেঙ্কেটেশ আইয়ার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর