সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চোট কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, সমতার গোলের অ্যাসিস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

চোট কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, সমতার গোলের অ্যাসিস্ট

৪৮ দিন পর মাঠে ফিরে নেইমার আবারও নিজের প্রভাব দেখালেন। ব্রাজিল সেরি–এ লিগের ৩১তম রাউন্ডে সান্তোসের হয়ে ফোরতালেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৬৮তম মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। তখন তার দল ০–১ গোলে পিছিয়ে ছিল।

নেইমার নামার পরই খেলায় গতি আসে। ৭৫তম মিনিটে তার পাস থেকেই আসে সমতার গোল। নেইমার বল ক্রস করে পাঠান অ্যাডোনিস ফ্রিয়াসের দিকে, যা ফোরতালেজার ডিফেন্ডার ব্রুনো পাচেকোর শরীরে লেগে জালে চলে যায়।


বিজ্ঞাপন


ম্যাচটি শেষ হয় ১–১ সমতায়। তবে সান্তোস এখনও অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থানে আছে। ফোরতালেজা ১৮তম, সান্তোস ১৬তম স্থানে রয়েছে। সান্তোসের সামনে এখন আরও ৭টি রাউন্ড বাকি।

ব্রাজিল সিরি–এতে নেইমার এই মৌসুমে ৩১ ম্যাচের মধ্যে ১৪টি খেলেছেন এবং ৩টি গোল করেছেন। গত ১৪ সেপ্টেম্বর ডান উরুর পেশিতে চোট পাওয়ার পর এটিই তার প্রথম ম্যাচ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর