বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব আবার ফিরছে নাজমুল হোসেন শান্তর হাতে। গত জুনে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টের পর তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে নতুন অধিনায়ক নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আলোচনা চলছিল।
ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বের চাপ তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করছে বিসিবি। তাই টেস্টে নতুন অধিনায়ক হিসেবে শান্তকেই ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিজ্ঞাপন
জানা গেছে, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর বিসিবির কর্মকর্তারা শান্তর সঙ্গে কথা বলেন। আলোচনার পর শান্ত নেতৃত্বে ফেরার বিষয়ে ইতিবাচক সাড়া দেন এবং বোর্ডকেও আশ্বস্ত করেন।
শুক্রবার রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক করে শান্তর নাম চূড়ান্ত করেন। শুরুতে নেতৃত্বে ফিরতে কিছুটা অনিচ্ছুক ছিলেন শান্ত, তবে বোর্ডের এক সাবেক ক্রিকেটারের উদ্যোগে পরে রাজি হন তিনি।
শান্ত দায়িত্ব ছাড়ার পর প্রথমে মেহেদী হাসান মিরাজ ও পরে লিটন দাসকে টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বোর্ডের আস্থা ফিরে যায় শান্তর দিকেই।
ধারণা করা হচ্ছে, শান্তর নেতৃত্বেই বাংলাদেশ দীর্ঘ সময়ের জন্য টেস্ট খেলবে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

