রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। গত মৌসুমে লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্সে ৩১ গোল করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ৪৪টি।
ইউরোপের শীর্ষ লিগগুলোতে সর্বাধিক গোল করা খেলোয়াড়কে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া দেয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। শুক্রবার (৩১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল কোচ ও সতীর্থদের উপস্থিতিতে এমবাপের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ট্রফিটি।
বিজ্ঞাপন
পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে এমবাপে বলেন, “এটা আমার ক্যারিয়ারের এক বিশেষ অর্জন। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। সতীর্থ ও সমর্থকদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। আশা করছি, দল হিসেবে আমরা আরও অনেক ট্রফি জিতব।”
রিয়াল মাদ্রিদের ইতিহাসে এমবাপে হলেন তৃতীয় খেলোয়াড়, যিনি এই পুরস্কার জিতলেন। তার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৪–১৫ মৌসুমে গোল্ডেন বুট জিতেছিলেন। রোনালদো ক্যারিয়ারে মোট চারবার এই স্বীকৃতি পেয়েছেন, আর রেকর্ড সর্বোচ্চ ছয়বার জিতেছেন লিওনেল মেসি।
চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে। লা লিগায় এখন পর্যন্ত ১০ ম্যাচে করেছেন ১১ গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে তার গোল ১৬টি। তাই ধারাবাহিকতা ধরে রেখে পরবর্তী গোল্ডেন বুটও জয়ের পথে এগিয়ে চলেছেন এই ফরাসি সুপারস্টার।

