বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেন এক গোলকধাঁধা। এতোই জটিল আর আর দুর্বোধ্য যে এ রহস্যের কূলকিনারা করতে পারেন না কেউই। তেমনি এক রহস্যের দেখা মিলল আজকের ম্যাচেও। আগে ব্যাট করা লাল-সবুজের দলকে যখন স্কোরবোর্ডে তুলতে হবে লড়াই করার মত সংগ্রহ তখন জাকের আলী অনিককে নামানো হল ৮ নম্বরে, তখন ইনিংসের বাকি কেবল ২ ওভার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে আজ মাঠে নেমেছে টাইগাররা। আগের দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খোয়ানো টাইগারদের জন্য আজকের ম্যাচটি ধবলধোলাই এড়ানোর লড়াই। এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। আর বরাবরের মতোই ব্যর্থ হন টাইগার ব্যাটাররা।
বিজ্ঞাপন
দলীয় ২২ রানে পারভেজ হোসেন ইমনকে দিয়ে শুরু। এরপর একে একে আউট হন লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহানরা। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আজ দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ২ জন। এর একজন ওপেনার তানজিদ তামিম, তিনি ৬২ বলে করেছেন ৮৯ রান। তার এই ইনিংসের সুবাদেই ২০ ওভারে ১৫১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। এছাড়া সাইফ করেছেন ২২ বলে ২৩ রান। সাইফ ক্রিজে ছিলেন লম্বা সময়, তামিমের সঙ্গে গড়েছেন ৬৩ রানের পার্টনারশিপও।
এছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। ব্যাটাররা যখন বরাবরের মতোই ব্যর্থ তখন জাকের আলী ব্যাটিংয়ে নামলেন ৮ নম্বরে, ম্যাচের যখন বাকি কেবল আর ১২ বল। অষ্টাদশ ওভারের শেষ বলে নাসুম আহমেদ আউট হলে মাঠে নামেন জাকের। উল্লেখ্য, রিশাদ-নাসুমও আজ জাকেরের আগে ব্যাট করতে নেমেছেন।
জাকেরের ব্যাটিং অর্ডার নিয়ে তাই ক্রিকেটপ্রেমীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ম্যাচের একাদশে থাকা লিটন ও সোহান- দুজনই উইকেটকিপার। উইকেটের পেছনে গ্লাভস হাতে তারা বেশ দক্ষও। তার মানে শুধু উইকেটকিপার হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়নি। আর তাই যদি হয়ে থাকে, সেটিও সমর্থনযোগ্য নয়। আবার, জাকের কখনো বোলিংও করেন না। তার মানে জাকেরকে খেলানো হয়েছে ব্যাটার হিসেবেই। আরও নির্দিষ্ট করে বললে, ফিনিশার হিসেবে।
ফিনিশার হিসেবেই যখন তাঁকে দলে নেওয়া তখন ৮ নম্বরে, বিশেষ করে ইনিংসের বাকি কেবল ১২ বল তখন কেনো নামানো হলো। টিম ম্যানেজমেন্টের এমন প্রশ্ন নিয়ে তাই প্রশ্ন ওঠেছে। যদি জাকেরের ব্যাটিং দক্ষতা নিয়ে ম্যানেজম্যান্টের ভরসা না থাকে, তাহলে তাঁকে একাদশে না রাখলেই হত। কেনো ৮ নম্বরে খেলানো হল, এমন প্রশ্নই করছেন টাইগার ক্রিকেটপ্রেমীরা। বলে রাখা ভালো, ৮ এ নামা জাকের প্রথম বলে ৪ মারলেও ৩ বলে ৫ রান করেই আউট হন। দ্বিতীয় ম্যাচের মত আজও তিনি আআউট হয়েছেন দৃষ্টিকটুভাবে, অপ্রয়োজীন এক শট খেলতে গিয়ে।

