ভারতের সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড় মনে করেন, ভারতীয় টি–টোয়েন্টি দলের আমূল পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তার নেতৃত্বেই দলটি আগ্রাসী ব্যাটিংয়ের নতুন যুগে প্রবেশ করেছে এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। এখন ভারতের ব্যাটিং আগ্রাসনই হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের মানদণ্ড।
‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে দ্রাবিড় বলেন, “আমি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রোহিতের সঙ্গে আমাদের পরিকল্পনা ছিল আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলার। খেলার ধারা যেমন বদলাচ্ছিল, তাতে এটা ছিল সময়ের দাবি। আর এই পরিবর্তনের কৃতিত্ব সম্পূর্ণ রোহিতের। সে দলকে সাহসী, ইতিবাচক ও আক্রমণাত্মকভাবে নেতৃত্ব দিয়েছে।”
বিজ্ঞাপন
দ্রাবিড় আরও বলেন,“এখন ভারতের টি–টোয়েন্টি দল প্রায় ৩০০ রানের কাছাকাছি স্কোর করতে পারে। অন্য দলগুলো এখন আমাদের মানদণ্ড অনুসরণ করছে। মাত্র তিন-চার বছরে ভারত এমন উচ্চতায় পৌঁছেছে, যেখানে বাকিদের এখন পিছু নিতে হচ্ছে।”
নিজের ভূমিকা নিয়ে বিনয়ী দ্রাবিড় বলেন, “কোচ হিসেবে আমি শুধু দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস দিতে পারি। আসল কৃতিত্ব খেলোয়াড়দের, বিশেষ করে অধিনায়কের। মাঠে ঝুঁকি নেওয়া, সিদ্ধান্ত নেওয়া—সবই তাদের কাজ। তাদের সেই সাহসী মানসিকতাই আজকের ভারতের পার্থক্য গড়ে দিয়েছে।”

