শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্ষণের সাজা ভোগ করা ব্রাজিল তারকা জানালেন, ‘জেলে বিশেষ সুবিধা নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম

শেয়ার করুন:

ধর্ষণের সাজা ভোগ করা ব্রাজিল তারকা জানালেন, ‘জেলে বিশেষ সুবিধা নেই’

ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রবিনহো জানিয়েছেন, কারাগারে তিনি অন্য বন্দিদের মতোই জীবনযাপন করছেন, কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না।

২০২৪ সালের মার্চ মাস থেকে তিনি সাও পাওলো অঙ্গরাজ্যের ট্রেমেম্বে শহরের পেনিটেনসিয়ারিয়া-২ কারাগারে বন্দি আছেন। ২০১৩ সালে ইতালির মিলানে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইতালির আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। তবে ব্রাজিল সরকার তাকে ইতালিতে হস্তান্তর না করে দেশে সাজা কার্যকর করছে।


বিজ্ঞাপন


‘বিখ্যাতদের কারাগার’ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানে প্রায় ৪৩০ জন বন্দি রয়েছেন। স্থানীয় তাউবাতে কমিউনিটি কাউন্সিলের প্রকাশিত এক ভিডিও বার্তায় রবিনহো বলেন, “আমার খাওয়া-দাওয়া, ঘুম—সবই অন্যদের মতো। কেউ আমাকে আলাদা করে কোনো সুবিধা দেয় না।”

তিনি আরও জানান, পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ সীমিত—সপ্তাহে মাত্র একবার, রবিবারে। বন্দিদের বিনোদনের সময়ও সেই দিনেই নির্ধারিত থাকে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার ‘নেতৃত্বমূলক ভূমিকা’ বা ‘বিশেষ সুবিধা’ পাওয়ার খবরকে রবিনহো “মিথ্যা ও মনগড়া” বলে দাবি করেছেন। তার ভাষায়, “কারাগারে থাকা কঠিন, কিন্তু আমি ধৈর্য ধরে আছি। মানসিকভাবে ভালো আছি, কোনো ওষুধও খাই না।”

২০১৩ সালের ঘটনায় রবিনহো ও তার বন্ধুরা ২৩ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ করেছিলেন। পরে ফোনালাপে নিজেদের অপরাধ নিয়ে হাসাহাসিও করেন তারা।


বিজ্ঞাপন


বর্তমানে ৪১ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড ২০২০ সালে ফুটবল থেকে অবসর নেন। ব্রাজিলের জাতীয় দলের হয়ে তিনি দুটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর