ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় দিয়ে শুরু করলেও টি-টোয়েন্টিতে ছন্দ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে লিটন দাসের দল। আজ সিরিজ বাঁচাতে নামবে তারা বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
আজকের ম্যাচে একাদশে আসতে পারে কিছু পরিবর্তন। প্রথম ম্যাচে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারী বাদ পড়তে পারেন, তার জায়গায় দলে ফিরতে পারেন জাকের আলী অনিক। পারভেজ হোসেন ইমনকে একাদশে দেখা গেলে জায়গা হারাতে পারেন তাওহিদ হৃদয়।
বিজ্ঞাপন
পেস আক্রমণেও থাকতে পারে রদবদল। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, তার পরিবর্তে সুযোগ মিলতে পারে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। অন্যদিকে, প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ আগের একাদশই বজায় রাখার সম্ভাবনা বেশি।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। জিতলেই সিরিজ নিশ্চিত করবে ক্যারিবিয়ানরা, আর বাংলাদেশ চাইবে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়/পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী/জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

