রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় লিগে প্রথমবার চট্টগ্রামের রহস্যময় স্পিনার রুবেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

জাতীয় লিগে প্রথমবার চট্টগ্রামের রহস্যময় স্পিনার রুবেল

কিশোর বয়সে অনেক তারকা জ্বলে ওঠে, কিন্তু মোহাম্মদ রুবেলের গল্পটা একদম আলাদা। যেন অন্ধকার থেকে হঠাৎ আলোর ঝলকানি! ২৯ বছর পেরিয়ে, দেরিতে হলেও, চলতি বছরে এই রহস্যময় স্পিনার পা রাখেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে। চট্টগ্রাম বিভাগের জার্সি গায়ে প্রথমবারই তিনি ঝড় তুলে দিলেন। ৮ ম্যাচে মাত্র ৫.২১ ইকোনমি রেটে ছিনিয়ে নিলেন ১০টি উইকেট! আসরের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।

এই চোখ ধাঁধানো খেলা তাকে এনে দিয়ে থাকে ‘মোস্ট প্রমিজিং ক্রিকেটার’ পুরস্কার! কিন্তু ঢাকার দ্বিতীয় বিভাগ লিগে প্রায় ৭ মৌসুম কাটিয়েছেন রুবেল– ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়ে, সুযোগের জন্য। সাধারণ অফ স্পিনার থেকে তিনি নিজেকে ভেঙে গড়েছেন রহস্য স্পিনারে! অফ স্পিনের সঙ্গে ক্যারম বল আর লেগ স্পিনের মিশ্রণ– যেন অদৃশ্য জাল বিছিয়ে ব্যাটারদের ধোঁকা দিচ্ছেন!


বিজ্ঞাপন


এনসিএল টি-টোয়েন্টিতে তার এই বদলে যাওয়া ছাপ যেন আগুনের মতো জ্বলছে। চট্টগ্রাম ফাইনালে জায়গা না পেলেও, রুবেল নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়ে ছিনিয়ে নিয়েছেন সম্ভাবনার খেতাব! যার সুবাধে এনসিএল টি-টোয়েন্টি শেষে ৮টি দল নিয়ে লাল বলের (টেস্ট) এনসিএলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চট্টগ্রামের রহস্যময় স্পিনার রুবেল।

ctg_rubel

প্রথম রাউন্ড শেষে চট্টগ্রাম দলে পরিবর্তন আনা হলে সুযোগ মেলে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের। প্রথমবার লাল বলের দলে ডাক পেয়ে ঢাকা মেইলকে রুবেল জানান, ‘প্রথমবার ডাক পেয়ে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস ছিল ভালো করলে সুযোগ আসবেই। বাকিটা আল্লাহ ভরসা।’

রুবেল দ্বিতীয় বিভাগের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের মাধ্যমেই নজর কাড়েন নির্বাচকদের। ২০২৩-২৪ মৌসুমে সেকেন্ড ডিভিশনে মিরপুর বয়েজের হয়ে ১৫ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। চলতি মৌসুমে প্রথম বিভাগে গাজী টায়ার্সের হয়ে খেলে ১৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন চট্টগ্রামের এই রহস্যময় স্পিনার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর