সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে বাদ পড়ার ব্যখ্যা চাইলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম

শেয়ার করুন:

কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে বাদ পড়ার ব্যখ্যা চাইলেন রিজওয়ান

পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার ও সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। তিনি বোর্ডের কাছে জানতে চেয়েছেন, কেন তাকে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি জানিয়েছে, রিজওয়ান চুক্তিতে সই করার আগে বিষয়টি নিয়ে পিসিবির কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চান। গণমাধ্যমের আরও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বোর্ডের কাছে কিছু অতিরিক্ত শর্তও দিয়েছেন, তবে সেই শর্তগুলোর বিস্তারিত জানা যায়নি।


বিজ্ঞাপন


সম্প্রতি রিজওয়ানকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছেন পিসিবি। নতুন অধিনায়ক হয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

রিজওয়ান শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে। এরপর তিনি ও বাবর আজম- দুজনকেই দল থেকে বাদ দেওয়া হয়। তবে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সিরিজে বাবরকে দলে ফিরিয়ে আনা হলেও রিজওয়ান এখনো বাইরে।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে এবার কোনো খেলোয়াড়কেই ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়নি। গত মৌসুমে রিজওয়ান ও বাবর দুজনই ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু এবার নামিয়ে আনা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।

পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে কারণ তিনি দলের স্পনসর হিসেবে বেটিং কোম্পানিগুলোর প্রচারে রাজি হননি। অন্যদিকে, সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, রিজওয়ানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তার ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থনের কারণে।


বিজ্ঞাপন


রিজওয়ান পাকিস্তানকে ২০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯টিতে জয় ও ১১টিতে পরাজয়ের মুখ দেখেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর