ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়্যার বর্তমানে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাঁজরে চোট পেয়ে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, এরপরই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচ চলাকালীন এক ক্যাচ নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অ্যালেক্স ক্যারিকে আউট করতে ব্যাকওয়ার্ড পয়েন্টের পেছনে দৌড়ে ক্যাচ ধরতে যান আইয়্যার, কিন্তু সেই সময়েই বাঁ পাঁজরে চোট পান তিনি। মাঠ ছাড়ার পর ড্রেসিংরুমে ফিরে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- এল ক্লাসিকোয় হাতাহাতি-বাগবিতণ্ডা; আসলে যা হয়েছিল
আরও পড়ুন- দল নির্বাচন প্রসঙ্গে বোর্ড কর্তাদের নিয়ে বোমা ফাটালেন প্রধান কোচ
এক সূত্র পিটিআইকে জানিয়েছে, “গত কয়েকদিন ধরে শ্রেয়াস আইসিইউতে আছেন। রিপোর্টে দেখা যায় তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে, তাই তাকে অবিলম্বে ভর্তি করা হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতেই চিকিৎসকেরা বাড়তি সতর্কতা নিচ্ছেন। তার অবস্থা অনুযায়ী দুই থেকে সাত দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে।”

বিজ্ঞাপন
আইয়্যারের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে দ্রুত ব্যবস্থা নেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিম। সূত্রটি আরও জানায়, “দলীয় চিকিৎসক ও ফিজিও কোনো ঝুঁকি নেননি, সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে পাঠানো হয়। এখন অবস্থা স্থিতিশীল, তবে পরিস্থিতি ভয়ংকরও হতে পারত। সে শক্ত মানসিকতার মানুষ, আশা করছি দ্রুত সেরে উঠবে।”
এখনও পুরোপুরি সেরে উঠতে তার আরও সময় লাগবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্র। “রক্তক্ষরণ হওয়ায় পুনরুদ্ধারে সময় লাগবে। এখনই বলা যাচ্ছে না কবে মাঠে ফিরতে পারবে সে,” বলেন ওই ব্যক্তি।
৩১ বছর বয়সী এই ব্যাটারকে অন্তত এক সপ্তাহ সিডনির হাসপাতালে থাকতে হতে পারে। সুস্থ হয়ে উঠলে তবেই তাকে ভারতে ফিরতে অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, শ্রেয়াস আইয়ার বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলে নেই।

