ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টিতে মুখোমুয়খি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন এ সিরিজে লাল-সবুজের দলের ক্রিকেটাররা চাপের মুখে পড়ুক, এটাই চান অধিনায়ক লিটন দাস। তিনি জানিয়েছেন, এভাবে চ্যালেঞ্জ নিলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে হতে পারবে টাইগাররা।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ খেলবে দুইটি সিরিজ। এর একটি আগামীকাল থেকেই শুরু হবে, অন্যটি আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বাংলাদেশের সামনে আছে ছয়টি ম্যাচ। তাই এই ম্যাচগুলোতে ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ চ্যালেঞ্জের প্রত্যাশা করছেন অধিনায়ক লিটন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
লিটন বলেন, ‘সত্যি কথা বলতে আমি দুটি সিরিজে চাই, আমাদের খেলোয়াড়েরা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এ ছয়টা ম্যাচ থেকে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। পিছিয়ে থাকার মানে ম্যাচে না, চ্যালেঞ্জের কথা বলছি। আমি চাই যে বোলাররা যখন বল করবে, তারা যেন চাপের মধ্যে থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অনেকটাই সাহায্য করবে।’
এদিকে এশিয়া কাপে চোটে পড়েছিলেন লিটন। এ কারণে আফগানিস্তান সিরিজ এবং ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি তিনি। তবে ফেরার আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, “একজন খেলোয়াড় হিসেবে সবচেয়ে কষ্ট লাগে যখন মাঠে নামতে পারেন না। শুধু এশিয়া কাপই নয়, আফগানিস্তান সিরিজটাও ঘরে বসে দেখেছি। এটা আমার জন্য কষ্টকর ছিল, কারণ আমি তখন ভালো ফর্মে ছিলাম, পারফর্ম করছিলাম, দলও নেতৃত্ব দিচ্ছিলাম। বাইরে বসে দলকে খেলতে দেখা সত্যিই কঠিন।”

