মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

এল ক্লাসিকোয় আজ মুখোমুখি বার্সা-রিয়াল; কী বলছে পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

এল ক্লাসিকোয় আজ মুখোমুখি বার্সা-রিয়াল; কী বলছে পরিসংখ্যান

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই- ‘এল ক্লাসিকো’, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। এই লড়াই শুধু ফুটবল মাঠেই নয়, এটি এখন এক ঐতিহাসিক প্রতীক, যেখানে গৌরব, মর্যাদা ও আবেগ একসূত্রে মিলে যায়। অক্টোবর ২০২৫ পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রিয়াল মাদ্রিদ খুব সামান্য ব্যবধানে এগিয়ে আছে তাদের আজীবনের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক সাইট ট্রান্সফার মার্কেট ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতেছে ১০৬টি অফিসিয়াল এল ক্লাসিকো ম্যাচ, আর বার্সেলোনা জিতেছে ১০৪টি। দুই দল ৫১টি ম্যাচে ড্র করেছে। এই অতি সামান্য ব্যবধানই প্রতিবার নতুন করে উত্তেজনা ছড়ায়, কারণ প্রতিটি মৌসুমেই উভয় ক্লাব ইতিহাসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া থাকে।


বিজ্ঞাপন


সব প্রতিযোগিতা মিলিয়ে- লা লিগা, কোপা দেল রে, সুপারকোপা দে এস্পানিয়া, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপসহ- দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৬১ বার। রিয়াল মাদ্রিদ জিতেছে ১০৬ ম্যাচ, বার্সেলোনা ১০৪টি, আর ড্র হয়েছে ৫১টি। গোলের দিক থেকেও সামান্য এগিয়ে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা করেছে ৪৪৩ গোল, যেখানে বার্সেলোনার গোল সংখ্যা ৪৩৫। গত দুই দশকে বার্সেলোনার আক্রমণভাগ দাপট দেখালেও, ধারাবাহিকতার দিক থেকে রিয়াল মাদ্রিদই সামান্য এগিয়ে থেকেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

GOAL_-_Multiple_Images_-_2_Split_-_Facebook_-_2024-06-18T135038.957.jpg

এল ক্লাসিকো মানেই স্মৃতির ঝাঁপি। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জাভি, সার্জিও রামোস কিংবা করিম বেনজেমার মতো কিংবদন্তিরা এই প্রতিদ্বন্দ্বিতায় লিখেছেন অবিস্মরণীয় অধ্যায়। প্রতিটি ম্যাচই নতুন যুগের সূচনা করে, শিরোপার দৌড়ে গতি আনে, আর ফুটবলের বৈশ্বিক বর্ণনাকে নতুন রূপ দেয়।

এল ক্লাসিকো কেবল একটি ফুটবল ম্যাচ নয়- এটি স্পেনের দুই শহরের সংস্কৃতি, রাজনীতি ও পরিচয়ের প্রতিফলন। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বহু বছর ধরে কেবল ট্রফির জন্য নয়, গর্ব ও মর্যাদার জন্যও লড়ে যাচ্ছে। সাম্প্রতিক মৌসুমে নতুন প্রাণ পেয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা। হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনার নবজাগরণ এবং লামিন ইয়ামাল-এর মতো তরুণ প্রতিভার উত্থান তাদের নতুন শক্তি দিয়েছে। অন্যদিকে, জাবি আলোনসোর নেতৃত্বে স্থিতিশীল রিয়াল মাদ্রিদ এখনো লা লিগার শীর্ষে।


বিজ্ঞাপন


x1080

প্রতিটি এল ক্লাসিকো এখনো বিশ্বজুড়ে কোটি দর্শককে টিভির সামনে আটকে রাখে। কারণ এই ম্যাচে কেবল তিন পয়েন্ট নয়, লড়ে যায় ইতিহাস, মর্যাদা, আর স্প্যানিশ ফুটবলের আত্মা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর