শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার, যা বলছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

ভারতে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার, যা বলছে বিসিসিআই

ভারতের ইন্দোরে যৌন হয়রানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের দুই সদস্য। বৃহস্পতিবার সকালে কফিশপে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি এই ঘটনা ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সিএ জানায়, এক মোটরসাইকেল আরোহী দুই খেলোয়াড়কে অনুসরণ করে এবং তাদের একজনকে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খেলোয়াড়রা দলীয় নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা নিরাপদে হোটেলে ফিরে আসেন।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটে সকাল ১১টার দিকে, দলের হোটেল থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে শুক্রবার গ্রেপ্তার করা হয়। জানা গেছে, এর আগেও তার নামে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ নম্বর ধারায় মামলা হয়েছে।

মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “এটি শুধু নারী খেলোয়াড়ের প্রতি নয়, ভারতের ভাবমূর্তির ওপরও আঘাত। কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না করে।”

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে। বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বলেন, “এটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমরা জিরো টলারেন্স নীতিতে অটল। পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি।”


বিজ্ঞাপন


ঘটনার পরও অস্ট্রেলিয়া নারী দল মাঠে মনোযোগ ধরে রেখে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে নারী খেলোয়াড়দের নিরাপত্তা এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর