রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোটেলে ইঁদুরের উৎপাত

ভারতে আতঙ্কিত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

ভারতের হোটেলে ইঁদুরের উৎপাত, আতঙ্কিত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

ভারতে নারী বিশ্বকাপের সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হলেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সদস্যরা। বিশাখাপত্তনমে অবস্থানরত দলের হোটেলের ডাইনিং হলে রাতের খাবার শেষে আচমকাই দেখা মেলে এক ইঁদুরের। আর তাতেই শুরু হয় হুলুস্থুল।

ঘটনাটি ঘটে ম্যাচের আগের রাতেই। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাতের খাবার শেষ করে টেবিল ছেড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ঠিক তখনই কারও নজরে পড়ে ডাইনিং টেবিলের পাশে ছুটোছুটি করছে একটি ইঁদুর। মুহূর্তেই তৈরি হয় হট্টগোল- কেউ চিৎকার করছেন, কেউ চেয়ার বা টেবিলের ওপর উঠে পড়ছেন আতঙ্কে। হোটেলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ইঁদুরটি ধরা পড়তে বেশ সময় নেয়, যা পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তোলে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ভারতীয় দলকে ট্রফি বুঝে নিতে যে শর্ত নাকভির

আরও পড়ুন- ‘ভারতের সঙ্গে এই অবিচারের ব্যাখ্যা দিন’

পরে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার একটি হালকা মেজাজের ভিডিও শেয়ার করে, যেখানে খেলোয়াড়রা হাসিঠাট্টা করে পুরো ঘটনাটা বর্ণনা করেন। তারা জানান, “খাবার শেষ করে বেরোতেই দেখি হঠাৎ একটা ইঁদুর! প্রথমে ভয় পেয়েছিলাম, পরে পুরো ব্যাপারটাই মজার হয়ে গেল।” যদিও ভিডিওটি হালকা হাস্যরসের, তবে ঘটনাটি হোটেলের স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে এমন একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে যেখানে বিশ্বের সেরা দলগুলো অংশ নিচ্ছে।

ইঁদুর আতঙ্কের মধ্যেও মাঠে দারুণ ছন্দে আছে অস্ট্রেলিয়া নারী দল। তারা ইতিমধ্যেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা; বৃষ্টির কারণে একটি ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২৫ অক্টোবর, ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে।


বিজ্ঞাপন


এদিকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের নারী দলও নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। গ্রুপ পর্ব শেষ হবে ২৬ অক্টোবর, ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের মাধ্যমে। এরপর নির্ধারিত হবে সেমিফাইনালের সূচি। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর, বুধবার, গৌহাটিতে। দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর, বৃহস্পতিবার, নবি মুম্বাইয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, রবিবার, নবি মুম্বাইয়েই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর