শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এল ক্লাসিকোর একদিন আগে বড় দুঃসংবাদ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

এল ক্লাসিকোর একদিন আগে বড় দুঃসংবাদ বার্সেলোনার

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। রবিবার মাঠে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট। এর আগে বড় দুসংবাদই পেয়েছে কাতালানরা। ক্লাব নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া খেলবেন না এই বহুল প্রতীক্ষিত ম্যাচে। প্রায় এক মাস ধরেই মাঠের বাইরে আছেন তিনি, শুক্রবারের অনুশীলনেও ছিলেন না, ফলে শেষ মুহূর্তে ফেরার আশা ভেস্তে গেল।

বার্সা কোচ হান্সি ফ্লিক সপ্তাহের শুরুতে রাফিনিয়ার অবস্থা নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু দলের চিকিৎসকরা জানিয়েছেন তাকে দ্রুত ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ হবে। ২৮ বছর বয়সী এই উইঙ্গার বার্সার সৃজনশীল আক্রমণের মূল ভরসাগুলোর একজন, তাই তার অনুপস্থিতি নিঃসন্দেহে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে যখন লিগ টেবিলের শীর্ষে ফেরার লড়াই চলছে।


বিজ্ঞাপন


গত সেপ্টেম্বরের শেষদিকে লা লিগার এক ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। এরপর থেকেই দলের বাইরে তিনি। গত সপ্তাহে হালকা অনুশীলনে ফিরলেও ম্যাচ ফিটনেস ফিরে পাননি এখনও। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবারের অনুশীলনেও ছিলেন না রাফিনিয়া। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচে তার না থাকার বিষয়টি এখন একেবারেই নিশ্চিত।

তবে ভালো খবরও আছে বার্সা শিবিরে। ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং দুজনই ফিট হয়ে ফিরেছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে চোটের কারণে বাইরে ছিলেন তারা। এবার ফ্লিকের হাতে রক্ষণ ও মাঝমাঠে বাড়তি বিকল্প মিলবে। বর্তমানে লা লিগা টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। তাই রবিবারের ম্যাচটি হতে পারে মৌসুমের অন্যতম নির্ধারণী লড়াই। মাঝ সপ্তাহে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ের পর দলটি দারুণ আত্মবিশ্বাসে আছে।

রাফিনিয়ার অনুপস্থিতি যেমন হতাশার, তেমনি বার্সা শিবিরে উচ্ছ্বাস জাগাচ্ছে মার্কাস র‍্যাশফোর্ডের ফর্ম। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ইংলিশ ফরোয়ার্ড দারুণ খেলছেন ফ্লিকের অধীনে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ৫ গোল ও ৬ অ্যাসিস্ট।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাশফোর্ড বলেন, “আমি এখানে দারুণ সময় কাটাচ্ছি। ফুটবল ভালোবাসেন এমন যেকোনো মানুষের জন্য বার্সেলোনা ইতিহাসের অন্যতম বিশেষ ক্লাব। এই দলের হয়ে খেলা আমার জন্য সম্মানের।” ২৭ বছর বয়সী র‍্যাশফোর্ড আরও জানিয়েছেন, বার্সায় আসার পর তিনি নতুন করে ফুটবলের প্রতি আগ্রহ ফিরে পেয়েছেন। “২৩ বছর ইউনাইটেডে কাটানোর পর এই পরিবর্তন আমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে,” বলেন তিনি।


বিজ্ঞাপন


রাফিনিয়ার অনুপস্থিতিতে বার্সেলোনার ডানদিকের আক্রমণভাগ কিছুটা দুর্বল হলেও র‍্যাশফোর্ডের ছন্দ ও আত্মবিশ্বাসই এখন কোচ ফ্লিকের সবচেয়ে বড় ভরসা। বিশেষ করে রিয়াল মাদ্রিদের শক্ত রক্ষণভাগের বিপক্ষে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর