শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরাজকে আরও সময় দিতে চান বুলবুল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

মিরাজকে আরো সময় দিতে চান বুলবুল 

নাজমুল হাসান শান্তকে সরিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। তবে একদিনের ক্রিকেটে টাইগারদের নেতৃত্বে মিরাজের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তার অধীনে দলের পারফর্ম্যান্স খুব একটা ভালো নয়। এ কারণে নেতা হিসেবে তিনিই থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠেছে। তবে ৫০ ওভারের ক্রিকেটের নেতৃত্বে মিরাজকে আরও সময় দেওয়ার পক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

মিরাজের নেতৃত্বে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ১৭ মাস পর এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। তবে মিরাজের অধীনে এর আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। হেরেছে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচও। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে দলের অনেক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন আছে অনেক। 


বিজ্ঞাপন


তবে নতুন অধিনায়ক হিসেবে মিরাজকে সময় দিতে চান বুলবুল। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একেবারে নতুন অধিনায়ক। আমরা সবাই জানি মিরাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি আছে। ওকে একটু সময় দিতে হবে। আর খেলায় তো জয়–পরাজয় থাকবেই। অধিনায়কের যে ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তাঁর মধ্যে সেই সম্ভাবনা আছে।’

নেতৃত্বে মিরাজের প্রথম ১০ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল ২ ম্যাচ। এ বিষয়ে বুলবুল বলেন, ‘আজকালকার দুনিয়া ডেটা ড্রিবেন (সংখ্যানির্ভর), অবশ্যই সেটা দেখা উচিত। তবে উইকেট, পরিস্থিতি, দল, কম্বিনেশনের ওপরও অনেক কিছু নির্ভর করে।’

এদিকে বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তাও এখনো ঠিক হয়নি। নতুন অধিনায়ক নিয়োগ দেওয়ার প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে, কয়েকজনের সঙ্গে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, নির্বাচকেরা কথা বলবে, কোচিং স্টাফের শীর্ষ সদস্য যাঁরা আছেন তাঁরা কথা বলবে। কথা বলে যে অধিনায়ক তাঁরা মনে করবে মানানসই, সেই অধিনায়কেরও তা (নেতৃত্ব) গ্রহণ করতে হবে। তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর