শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ 

বাংলাদেশ লাল বলের ক্রিকেটে যতটা মলিন তার তুলনায় খানিকটা উজ্জ্বল সাদা বলে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে সাদা বলের ক্রিকেটে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো করা টাইগারদের অন্য মাত্রা দিয়েছে। কিন্তু সাদা পোশাকে যেন রঙ হারিয়ে ফেলে তারা। 

এটার আরেকটা প্রমাণ হয়তো দিতে যাচ্ছেন সাকিব আল হাসান- মাহমুদউল্লাহ রিয়াদরা। চলতি  ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরের ২ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হতে হয়েছে বাংলাদেশকে। এটি যেন মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালে ক্যারিবীয় দ্বীপপুন্জে সর্বশেষ সফরকে। সেবারও প্রথম দুই টেস্ট ম্যাচে হোয়াইটওয়াশ হয়ে সফর শুরু করেছিলো বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বাকি দুই সিরিজ- টি-টোয়েন্টি ও ওয়ানডে নিজেদের করে নেয় টাইগাররা। 


বিজ্ঞাপন


এবারও যেন সেটার পুনারাবৃত্তির ইঙ্গিত দিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। টেস্টের পর আজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এ সিরিজকে সামনে রেখে শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন রিয়াদ। জানান টেস্টে নাস্তানুবাদ হলেও এই সিরিজে জয় পেতেই পারে তার দল, সে ব্যাপারে আশাবাদীও তিনি, ‘দল হিসেবে আমাদের জন্য সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’ 

এমনটি হলে যেন ফিরে আসবে ২০১৮ সালের সফর। বাংলাদেশ যে লাল আর সাদা বলে আলাদা ক্রিকেট খেলে থাকে সেটা যেন মাহমুদউল্লাহ নিজেও মন থেকে বিশ্বাস করেন, ‘সাদা বল আর লাল বল আলাদা। এখন ভিন্ন বলের খেলা। লাল বলের সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি-টোয়েন্টিতেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসাথে আমরা বিশ্বকাপেরও প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে মুখিয়ে আছি।’

২ জুলাই ও ৩ জুলাই ডমিনিকায় উইন্ডসর পার্কে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। এ ভেন্যুতে এর আগে ২০০৯ সালে দুটি ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ পেয়েছিল শতভাগ সাফল্যের দেখা। সেই স্মৃতি এখনও মনে পরলে অন্য রকম অনুভূতি কাজ করে মাহমুদউল্লাহর। কিন্তু তখনকার ওয়েস্ট ইন্ডিজ টিমের  সঙ্গে এখনকার দলের অনেক তফাত আছে সেটা প্রকাশ না করলেও ভালোই জানেন রিয়াদ। সে সময় এক নবীন ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়েছিল বাংলাদেশ।

এ ছাড়া সময়ও গড়িয়েছে অনেক। তাই তো রিয়াদ সংবাদ সম্মেলনের শুরুতেই জানালেন ওই ওয়ানডে ম্যাচগুলো  জয়ের  স্মৃতি এখনও মনে টাটকা হলেও সেখান থেকে কিছু নেওয়ার নেই, ‘আজকে আমি আর সাকিব বাসে আসার সময় ওই সময়কার কথাগুলো বলছিলাম। আমি যখন ড্রেসিংরুমে ঢুকলাম তখন সাকিবকে বলছিলাম- এখানে এভাবে খেলে এভাবে জিতেছিলাম। এটা (অতীত রেকর্ড) সবসময়ই ভালো অনুভূতি দেয়। তবে একইসাথে এটা অনেক আগের কথা। এখন হয়ত এটা আমাদের জন্য নতুন একটা ভেন্যু।’ 


বিজ্ঞাপন


তিন ম্যাচ সিরিজের শেষটি হবে ৭ জুলাই গায়ানা জাতীয় স্টেডিয়ামে। 

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর