শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মায়ামিতে বার্সেলোনার ম্যাচ ফুটবলের জন্য ভালো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

‘মায়ামিতে বার্সেলোনার ম্যাচ ফুটবলের জন্য ভালো’

লা লিগার বড় এক সিদ্ধান্তে এবার ডিসেম্বর মাসে ভিয়ারিয়াল ও বার্সেলোনার ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালেও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌজান মনে করেন এটা “ফুটবলের জন্য দারুণ একটি পদক্ষেপ।”

গত আগস্টে আরএফইএফ অনুমোদন দেয় যে, ভিয়ারিয়ালের নিজস্ব মাঠ ‘এস্তাদিও দে লা সেরামিকা’-তে হওয়ার কথা থাকা ম্যাচটি এবার হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, ২০ ডিসেম্বর। তবে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তাদের মতে, এমন সিদ্ধান্ত “ফুটবলে এক নতুন অধ্যায়” তৈরি করবে এবং এর প্রভাব হবে “অত্যন্ত গুরুতর।”


বিজ্ঞাপন


এই ঘোষণার পরপরই ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করে, ফেব্রুয়ারিতে ইতালির সেরি আ’র একটি ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত হবে। লৌজান বলেন, “এটা আসলে সেই সমর্থকদের জন্য এক পুরস্কার, যারা দূর থেকে- এশিয়া বা আমেরিকা থেকে টাকা খরচ করে লা লিগার প্রতিটি ম্যাচ দেখেন। এটা তাদের প্রতি এক ধরণের কৃতজ্ঞতা।”

_MGA6730

তার মতে, “এটা ফুটবলের জন্য ভালো এবং বিশ্বজুড়ে স্প্যানিশ লা লিগার ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে। ইতালিও সেরি আ’র ম্যাচ অস্ট্রেলিয়ায় আয়োজন করছে। তাই বিশ্বের সেরা লিগ হিসেবে লা লিগার জন্য এটাও একদম ঠিক সিদ্ধান্ত।” তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই উদ্যোগের “পরিষ্কার বিরোধিতা” করেছিল। কিন্তু শেষ পর্যন্ত “আইনি কাঠামোর অভাবে” তারা অনিচ্ছাসত্ত্বেও অনুমোদন দেয়।

উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন বলেন, “ইউরোপের দুইটি লিগ ম্যাচ বিদেশে আয়োজনের অনুমতি দেওয়া একদমই দুঃখজনক সিদ্ধান্ত। আমরা এটা কোনো দৃষ্টান্ত হিসেবে দেখতে চাই না।” অন্যদিকে, বার্সেলোনার সর্বকালের সেরা তারকা লিওনেল মেসি ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই শহরটিকেই নিজের ঘর বানিয়ে নিয়েছেন।


বিজ্ঞাপন


বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা ম্যাচটির ঘোষণা আসার সময় বলেন, “মায়ামির মতো শহরে, যেখানে বার্সেলোনার বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে, এমন একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে নিঃসন্দেহে দারুণ এক আয়োজন।” বার্সেলোনা এর আগে চারটি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছে মায়ামিতে, যার সর্বশেষটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর