শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অস্ট্রেলিয়া দল বড় ধাক্কা খেল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁর এই চোট অস্ট্রেলিয়ার আগামী অ্যাশেজ পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে। ২৬ বছর বয়সী গ্রিনকে শুক্রবারই সিরিজ থেকে বাদ দেওয়া হয়। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন। শনিবার রাতে শেফিল্ড শিল্ডের ম্যাচ শেষ করেই অ্যাডিলেড থেকে পার্থে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রবিবারই শুরু হবে প্রথম ওয়ানডে।

গত বছর পিঠের অস্ত্রোপচারের পর এটি ছিল গ্রিনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মৌসুম। নিউজিল্যান্ড সফরের টি–টোয়েন্টি সিরিজ মিস করে তিনি খেলেছিলেন শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে। সে ম্যাচে তাঁর আট ওভার বল করার কথা থাকলেও বল করেন মাত্র চার ওভার এবং নেন একটি উইকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের চিকিৎসকেরা তাঁকে টানা দুই দিন বল না করতে নির্দেশ দিয়েছিলেন, কারণ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনিংস বেশি দীর্ঘ হয়নি।


বিজ্ঞাপন


ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বল করার সম্ভাবনা ছিল কম, তবে তিনি ধীরে ধীরে বোলিং লোড বাড়াচ্ছিলেন। অক্টোবরের শেষের দিকে শিল্ডের তৃতীয় রাউন্ডের জন্য পুরোপুরি প্রস্তুত হতে। সেই কারণে সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের তৃতীয় ওয়ানডে ও পরবর্তী টি–টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রামে রাখার পরিকল্পনা ছিল তাঁর জন্য।

কিন্তু এই সপ্তাহের অনুশীলনে বল করার পর আবার ব্যথা অনুভব করেন গ্রিন। এখন তিনি স্বল্পমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, আশাবাদী যে ১১ দিন পর ওয়াকা গ্রাউন্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে শিল্ড ম্যাচে ফিরতে পারবেন।

গ্রিনের ইনজুরি অস্ট্রেলিয়ার জন্য বড় দুশ্চিন্তা। কারণ অ্যাশেজে তাঁকে পুরোপুরি ফিট অবস্থায় পেতে চেয়েছিল দল। এরই মধ্যে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও অনিশ্চয়তায় আছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলার সম্ভাবনা তাঁর “কম”।

অন্যদিকে, দলের আরেক অলরাউন্ডার বেউ ওয়েবস্টারও ইনজুরির কারণে বাইরে। অনুশীলনে গোড়ালি মচকে যাওয়ায় তাসমানিয়ার হয়ে শিল্ডের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সতর্কতার জন্যই তাঁকে বিশ্রাম দিয়েছে, এবং আশা করা হচ্ছে তিনি ২৮ অক্টোবরের ম্যাচে ফিরবেন। গ্রিনের চোটে অস্ট্রেলিয়া হারাল আরও এক গুরুত্বপূর্ণ ওয়ানডে খেলোয়াড়কে। আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের শেষ ওয়ানডেতে তিনি ৫৫ বলে অপরাজিত ১১৮ রান করেছিলেন।


বিজ্ঞাপন


বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স পুরো ভারতের বিপক্ষে সিরিজেই খেলছেন না। আর উইকেটকিপার জশ ইনগ্লিসও পেশিতে টান পড়ায় অন্তত প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থাকবেন। অ্যাডাম জাম্পা প্রথম ওয়ানডে খেলছেন না গর্ভবতী স্ত্রীর পাশে থাকার জন্য। নিয়মিত উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স কেরিও পার্থের প্রথম ওয়ানডে মিস করবেন, কারণ তিনি অ্যাশেজ প্রস্তুতির অংশ হিসেবে অ্যাডিলেডে সাউথ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডের মধ্যকার শিল্ড ম্যাচে খেলছেন।

এই অবস্থায় দলে ফিরেছেন মার্নাস লাবুশেন। গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্স না থাকায় ভারতের বিপক্ষে সিরিজের আগে বাদ পড়েছিলেন তিনি। তবে ঘরোয়া ওয়ানডে কাপে দুর্দান্ত ফর্মে আছেন এই ডানহাতি ব্যাটার। ভিক্টোরিয়ার বিপক্ষে ১১৮ বলে ১৩০ এবং তাসমানিয়ার বিপক্ষে ৯১ বলে ১০৫ রানসহ সাম্প্রতিক পাঁচ ইনিংসে করেছেন চারটি সেঞ্চুরি। সর্বশেষ ম্যাচে ১৫৯ রানের ইনিংস খেলে আবারও নির্বাচকদের নজরে পড়েছেন লাবুশেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর