এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে জাতীয় স্টেডিয়াম পাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দুপুর থেকেই। সন্ধ্যা নামতেই সেই উন্মাদনা রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত ভিড়ে অধৈর্য দর্শকরা ভেঙে ফেলেন স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বেড়া।
এসময় টিকিট চেকাররা নিরাপদ স্থানে যেতে বাঁশ বেয়ে অন্যদিকে সরে যান। রাত ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, গেট খোলার সময়সীমা ছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে বিপুল দর্শক উপস্থিতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
হংকংয়ের বিপক্ষে জিতলেই ৪৬ বছর পর এশিয়া কাপে খেলার আশা টিকে থাকবে বাংলাদেশের। তাই এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ চরমে পৌঁছেছে। তবে সেই উচ্ছ্বাসই এখন মাঠের বাইরের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে চার নম্বর গেট উন্মুক্ত রয়েছে, এবং সেখানে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।

