জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা বর্তমানে দলের অন্যতম ভরসার নাম। ব্যাটে ও বল হাতে নিয়মিত পারফর্ম করে তিনি হয়ে উঠেছেন দলের নির্ভরতার প্রতীক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি বেশ পরিচিত মুখ। খেলেছেন আইপিএলসহ বিশ্বের বড় বড় লিগে।
সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার চোখে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের নাম। রাজার তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
বিজ্ঞাপন
দীর্ঘ সময় ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য রাজা। তার নেতৃত্বে দলটি ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
ঢাকার কন্ডিশনকে তিনি মনে করেন সবচেয়ে কঠিন। রাজা বলেন,'আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কন্ডিশন ঢাকার। সেটা বিপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, ঢাকায় খেলা সবসময় আলাদা রকমের চ্যালেঞ্জ নিয়ে আসে।'
আইপিএল নিয়ে সিকান্দার রাজা বলেন,'প্রত্যেক ক্রিকেটারই আইপিএলে খেলতে চায়। আলহামদুলিল্লাহ, আমি এই সুযোগ পেয়েছি। ভবিষ্যতে আর সুযোগ না পেলেও কোনো আফসোস নেই। আবার সুযোগ পেলে, কোন দলের হয়ে খেলছি তা বড় বিষয় নয়, বরং সেরাদের বিপক্ষে খেলার সুযোগটাই বড় প্রাপ্তি।'
দেশের হয়ে এবং বিশ্বজুড়ে নানা লিগে দুর্দান্ত পারফর্ম করে চলা সিকান্দার রাজা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বিশ্বমানের অলরাউন্ডার হিসেবে।

