শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিবির সহ সভাপতি হওয়া কে এই শাখাওয়াত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

বিসিবির সহ সভাপতি হওয়া কে এই শাখাওয়াত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সোমবার (৬ অক্টোবর) সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

পরিচালকদের ভোটে বোর্ডের দুই সহসভাপতি নির্বাচিত হয়েছেন পর্যটন বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেন এবং সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। 


বিজ্ঞাপন


কুইক টি-টোয়েন্টি খেলতে আসা বুলবুল গত মে মাসে বিসিবির সভাপতি হওয়ার পর তিনজনকে তার উপদেষ্টা নিয়োগ দেন। এর মধ্যে শাখাওয়াত ছিলেন একজন। তাকে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়। শাখাওয়াত দেশের পর্যটন খাতের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। 
 
এছাড়া তার আরেকটি পরিচয় আছে। তিনি ঢাকার তারকা হোটেল ওয়েস্টিন, শেরাটন ও হানসার পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হয়ে সহসভাপতির পদে আসীন হয়েছেন।

এর আগে শোনা যাচ্ছিল, বিসিবির সহসভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেতে পারেন বিসিবির অভিজ্ঞ সংগঠক এবং বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম। তিনিও ঢাকা বিভাগ থেকেই পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চমক দেখিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর