মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিবির নতুন সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক ও ফাহিম!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

বিসিবির নতুন সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক ও ফাহিম!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ রাজধানীর এক অভিজাত হোটেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক।

পরিচালক নির্বাচনের পর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। তবে এ দুই পদের চূড়ান্ত ফলাফল রাত ৯টার দিকে প্রকাশ হওয়ার কথা থাকলেও, তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথাকথিত ফলাফলের কপি ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যারা

ওই তথাকথিত ফলাফলে দেখা যাচ্ছে, সভাপতি পদে আবারও নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হিসেবে দেখা যাচ্ছে নাজমুল আবেদিন ফাহিম ও সাবেক সভাপতি ফারুক আহমেদের নাম।

যদিও এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট অনেকেই এমন ফলাফলের প্রত্যাশা করছেন।

প্রাথমিক ফলাফল


বিজ্ঞাপন


সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল
সহসভাপতি: নাজমুল আবেদিন ফাহিম
সহসভাপতি: ফারুক আহমেদ

ক্যাটাগরি- ১

ঢাকা বিভাগ— আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম,
চট্টগ্রাম বিভাগ— আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর,
খুলনা বিভাগ— আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ— মুখলেসুর রহমান খান
রংপুর বিভাগ— হাসানুজ্জামান
সিলেট বিভাগ— রাহাত সামস
বরিশাল বিভাগ— শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি- ২

ইশতিয়াক সাদেক— ধানমন্ডি স্পোর্টস ক্লাব
আদনান রহমান দীপন— রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
ফায়াজুর রহমান—উত্তরা ক্রিকেট ক্লাব
আবুল বাশার— প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব
আমজাদ হোসেন— ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব
শানিয়ান তানিম— ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব
মোখছেদুল কামাল— গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব
এম নাজমুল ইসলাম— ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি
ফারুক আহমেদ— রেঞ্জার্স ক্রিকেট একাডেমি
মনজুর আলম— রেগুলার স্পোর্টিং ক্লাব
মেহরাব আলম চৌধুরী— যাত্রাবাড়ি ক্রীড়া চক্র
ইফতেখার রহমান মিঠু— ভাইকিংস ক্রিকেট একাডেমি

ক্যাটাগরি- ৩

খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রীড়া পরিষদ
এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর