লা লিগায় বড় ধাক্কা খেল বার্সেলোনা। টানা জয়ের ছন্দে থাকা কাতালান ক্লাবটি সেভিয়ার কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরে গেছে। এই হারে শুধু জয়ের ধারায় ছেদ পড়েনি, লিগ টেবিলের শীর্ষে ফেরার সুযোগও হারিয়েছে তারা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেভিয়া। ১৩তম মিনিটে বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর সঙ্গে সংঘর্ষে পড়ে যান সেভিয়ার আইজ্যাক রোমেরো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেই স্পট কিক থেকে সাবেক আর্সেনাল তারকা আলেক্সিস সানচেজ গোল করে সেভিয়াকে এগিয়ে দেন।
বিজ্ঞাপন
৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোমেরো। তবে বিরতির ঠিক আগে পেদ্রির চিপ পাস থেকে গোল করে বার্সার হয়ে ব্যবধান কমান মার্কাস র্যাশফোর্ড। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ফিরেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ৭৬ মিনিটে আদনান জানুজাজের ফাউলে পেনাল্টি পায় তারা। কিন্তু অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি বলটি পোস্টের বাইরে মেরে ফেলেন।
শেষ দিকে হোসে অ্যাঞ্জেল কারমোনা ও অ্যাকর অ্যাডামস আরও দুটি গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করে ৪-১ ব্যবধানে।
এই হারের ফলে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

