জল্পনার অবসান শেষে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক এক দিনের দলের অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়ক করা হয়েছে তরুণ ওপেনার শুভমন গিলকে। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে কোনও পরিবর্তন হয়নি, আগের মতোই অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সফরে এশিয়া কাপ জয়ী টি-টোয়েন্টি দলকেই পাঠানো হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতালেও রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে, যদিও তিনি দলে রয়েছেন। বিরাট কোহলিও দলে ফিরেছেন। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই দু’জনের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে নির্বাচকেরা জানিয়ে দিলেন, তাঁদের এখনও পুরোপুরি ছেঁটে ফেলার সময় আসেনি।
বিজ্ঞাপন
জানা যায়, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপকে সামনে রেখে নেতৃত্বে এই রদবদল। তখন রোহিত খেলার উপযুক্ত অবস্থায় নাও থাকতে পারেন, সেই কথা মাথায় রেখে আগেভাগেই শুভমন গিলকে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিচ্ছেন নির্বাচকেরা।
এক দিনের দলের সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আয়ারকে। টেস্ট এবং এশিয়া কাপ দলে জায়গা না পেলেও, ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে গুরুত্বপূর্ণ ভাবেই দেখা হচ্ছে। সম্প্রতি তিনি নিজে অনুরোধ করে লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন, সে কথাও জানিয়ে দিয়েছেন বোর্ডকে।
বাকি দল নির্বাচনে খুব একটা চমক নেই। সাদা বলের ক্রিকেটে যথারীতি আলাদা দল তৈরি করেছেন চিফ সিলেক্টর অজিত আগারকর। তবে বড় একটি সিদ্ধান্ত, দুই দলের কোথাও রাখা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে। এমনকি বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকেও এক দিনের সিরিজে। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে নেই সিরাজ। চোটের কারণে দলে রাখা হয়নি হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থকেও।
প্রসঙ্গত, শেষ বার ভারতের জার্সিতে রোহিত ও কোহলিকে দেখা গিয়েছিল চলতি বছরের ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচ ১৯ অক্টোবর, অর্থাৎ ২২৪ দিন পর আবার জাতীয় দলে ফিরছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। এই সফরে ভারত খেলবে তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।
বিজ্ঞাপন
ভারতের ওয়ানডে দল (অস্ট্রেলিয়া সিরিজ)- শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি দল (অস্ট্রেলিয়া সিরিজ)- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুবমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, আর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব, হার্শিত রানা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং।

