তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮। আজকের ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। আর হারলে সিরিজে আসবে সমতা।
এর আগে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। দুবাইয়ের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বিজ্ঞাপন
এদিন খেলতে নেমে আগের দিনের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি আফগানিস্তানকে। উদ্বোধনী জুটিতে সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান অর্ধশতক রান তোলেন। দলীয় ৫৫ রানে প্রথম উইকেটের পতন হয় আফগানিস্তানের। ব্যক্তিগত ২৩ রানে আউট হন সেদিকুল্লাহ আতাল। রিশাদ হোসাইনের বলে পারভেজ হোসাইন ইমনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর অবশ্য নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে আফগানিস্তান। দলীয় ৭১ রানে ফিরে যান আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি করেন ৩৮ রান। তিন নম্বরে খেলতে নেমে ভয়ংকর হয়ে ওঠেন রহমতুল্লাহ গুরবাজ। টাইগারদের সমানে পেটাতে থাকেন তিনি।
তবে ব্যক্তিগত ৩০ রানে গুরবাজকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান বাঁ-হাতি টাইগার পেসার শরিফুল ইসলাম। দুটি ছক্কা এবং একটি চার আসে তার ব্যাট থেকে।
শেষ দিকে আফগান দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। অপরাজিত থেকে এই দুই ব্যাটার করেন যথাক্রমে ১৯ ও ২০। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৪৭ রানে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৪৮।
বিজ্ঞাপন
এদিন বাংলাদেশের পক্ষে বল হাতে দুটি করে উইকেট শিকার করেন দুই স্পিনার রিশাদ হোসাইন ও নাসুম আহমেদ। অন্য উইকেটটি নেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
আজকের ম্যাচে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ডানহাতি দুই পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তাদের বদলে জায়গায় পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।
এএইচ

