সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের কাছে হেরে যাদের দায় দিলেন রশিদ খান 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের কাছে হেরে যাদের দায় দিলেন রশিদ খান 

এশিয়া কাপে খেলা দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও বাংলাদেশ এবার মুখোমুখি দ্বিপক্ষীয় সিরিজে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আফগানরা, টাইগাররা খেলেছে সুপার ফোরে। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে গতকাল মাঠে নেমেছিল এ দুই দল। ম্যাচে লাল-সবুজের দলের বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিল রশিদ খানের দল। তবে শেষ পর্যন্ত নাটকীয় জয় পেয়েছেন জাকের আলিরা। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গতকাল আগে ব্যাট করতে নেমে ১৫১ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার মিলে গড়েন ১০৯ রানের উদ্বোধনী জুটি। ৩৭ রানে ৫৪ রান করে বিদায় নেন পারভেজ ইমন। এরপর তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। স্কোরবোর্ডে আর ৯ রান যোগ করতেই আরও ৫ উইকেট হারায় টাইগাররা। 


বিজ্ঞাপন


ফলে জেগেছিল হারের শঙ্কাও। তবে শেষ পর্যন্ত রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহানের জুটিতে জিতে বাংলাদেশ। এদিকে এভাবে ম্যাচ হারার পর বল বোলারদের দায় দেখছেন আফগান অধিনায়ক রশিদ খান। 

তিনি ম্যাচ শেষে বলেন, ‘এখনো মনে হচ্ছে, আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টিতে ছন্দ হারানোর সুযোগ নেই, একবার ছন্দ হারালে তা ফিরিয়ে আনা কঠিন। আমার এটাও মনে হয়, প্রথম ১০ ওভারে আমরা ঠিকঠাক বোলিং করতে পারিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, তত ভালো, কারণ ,বাইরে বল করলেই রান নেওয়া সহজ হয়ে যায়। আমি মনে করি, আমরা যখনই নিয়মিতভাবে স্টাম্পে বল করতে শুরু করেছি এবং ব্যাটসম্যানদের প্রশ্নের মুখে ফেলেছি, তখনই ম্যাচে ফিরতে পেরেছি।’

ব্যাটারদের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা খুব সহজেই উইকেট বিলিয়ে দিয়েছি। আশা করি, আমরা শিখতে থাকব এবং আরও উন্নতি করব, কারণ, মূল লক্ষ্য হলো বিশ্বকাপের প্রস্তুতি। ব্যাটসম্যানদের উচিত নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া—সময় নেওয়া যেতে পারে, কিন্তু চাপের মুখে শট বাছাইয়ের ভুলটা হয়ে যায়।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর