নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫–এ নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত সফলতা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুরুটা দাপুটেই করল টাইগ্রেসরা। বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই ওয়ানডে বিশ্বকাপে খেলেছে। ২০২২ সালে নিউজিল্যান্ডে। সেবারও তাদের একমাত্র জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপের এবারের আসরে শুরুটাও দুর্দান্ত হল টাইগ্রেসদের। দাপুটে জয়ের পর ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “আমরা জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে এবং পুরো বিশ্বকাপে গতি আনবে।”
বিজ্ঞাপন
শুরুতেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই দুই চমকপ্রদ ইন-সুইংয়ে ফেরান ওমাইমা সোহেল আর সিদরা আমিনকে। দুজনই ফিরেছেন শূন্য হাতে। ম্যাচসেরা নির্বাচিত হওয়া মারুফা ম্যাচ শেষে বলেন, “শুরু থেকেই ভালো সুইং পাচ্ছিলাম। প্রথম বলেই সুইংয়ের ইঙ্গিত পাই, এরপর লাইন-লেংথ ধরে রেখে বোলিং করি।”
মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক দেখালেন পরিপক্বতা। ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ৮টি চার হাঁকান তিনি। তাঁর ব্যাটে ভর করেই ১১৩ বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
অধিনায়ক জ্যোতি সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে বলেন, “মারুফা অনেক তরুণ, কিন্তু দারুণ পরিণত মানসিকতা নিয়ে খেলে। নিজের ভূমিকা ভালোভাবে বোঝে, আর আত্মবিশ্বাসী। আজকের পারফরম্যান্স ছিল অসাধারণ। ইনিংস শেষে আমরা শুধু নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেছিলাম। অভিষেকে ঝিলিক যেভাবে খেলেছে, তা দুর্দান্ত।”
এই জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। শীর্ষে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে স্বাগতিক ভারত। নেট রান রেট (+১.৬২৩) বাংলাদেশের মেয়েদের এগিয়ে রাখছে।

