রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌম্যকে রেখেই দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

সৌম্যকে রেখেই দল ঘোষণা বাংলাদেশের
সৌম্যকে রেখেই বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শেষ হয়েছে আরও আগেই। সুপার ফোর ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের দল। তবে এশিয়া কাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরেনি টাইগাররা। আগামী অক্টোবরেই  আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবেন লিটন দাসরা। আসন্ন এ সিরিজের জন্যই আজ দল ঘোষণা করেছে বিসিবি। 

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এ টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। ম্যাচগুলো হবে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর। আসন্ন এ সিরিজের জন্য সৌম্য সরকারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সৌম্য দলে ফিরছেন লিটন দাসের বদলি হিসেবে। 


বিজ্ঞাপন


চোটের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। আফগানিস্তান সিরিজেও খেলছেন না তিনি। তার বদলে খেলবেন সৌম্য। আর দলকে নেতৃত্ব দিবেন জাকের আলী অনিক। 

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল- জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর