লা লিগায় দুর্দান্ত শুরুর পর হঠাৎই থেমে গেল রিয়াল মাদ্রিদের জয়রথ। শনিবার মেট্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরে একরকম ভেঙেই পড়ল জাবি আলনসোর দল। ম্যাচ শেষে রিয়াল কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, এই হারের কোনো অজুহাত নেই, ভুলগুলো থেকে শিক্ষা নিতেই হবে।
আলনসোর অধীনে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই জিতেছিল রিয়াল। সামনে ছিল ১৯৮৭–৮৮ মৌসুমের পর প্রথমবার টানা সাত জয় নিয়ে মৌসুম শুরু করার সুযোগ। শুরুটাও আশাব্যঞ্জক ছিল, কিলিয়ান এমবাপে ও আর্দা গুলেরের গোলে রিয়াল এগিয়ে গিয়েছিল ২-১ ব্যবধানে। কিন্তু বিরতির ঠিক আগে সরলথ সমতায় ফেরান আতলেতিকে।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধেই ভেঙে পড়ে রিয়ালের রক্ষণ। জুলিয়ান আলভারেজ প্রথমে পেনাল্টি থেকে, পরে ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন। শেষ দিকে অঁতোয়ান গ্রিজমান যোগ করেন আরও একটি গোল। বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
হার মেনে নিয়ে আলনসোর মন্তব্য, “আজ আমরা একেবারেই নিজেদের মতো খেলতে পারিনি। শুরুটা খারাপ ছিল, দলগত পারফরম্যান্সও ঠিক হয়নি। এই হারের দায় আমাদেরই। এখনো আমরা নির্মাণপর্বে আছি, ভুল থেকে শিখতে হবে। কোনো অজুহাত দেওয়া যাবে না।”
আতলেতিকোর বিপক্ষে রিয়ালের এ ম্যাচে পরিসংখ্যানেও ছিল পরিষ্কার ব্যবধান। রিয়াল ছয়টি শট নিয়ে গোলের সম্ভাবনা তৈরি করেছে মাত্র ০.৬৬, সেখানে আতলেতির ১৩ শটে সম্ভাবনা দাঁড়ায় ২.৩৪।
চোট কাটিয়ে জুড বেলিংহ্যামকে প্রথমবার শুরুর একাদশে রাখেন আলনসো। তবে ইংলিশ মিডফিল্ডারও জ্বলে উঠতে পারেননি, একটি দুর্বল শট, একটি সুযোগ তৈরি আর বল হারান সাতবার। সমালোচনা উঠেছে তিনি পুরোপুরি ফিট ছিলেন না। কিন্তু আলনসো তাতে দ্বিমত পোষণ করে বলেন, “সে অনুশীলনে ভালোই ছিল। তবে আমরা সামগ্রিকভাবে তাল মিলাতে পারিনি। এটা আমাদের উন্নতির অংশ। ভুল বিশ্লেষণ করে সামনে ভালো করতে হবে।”

