রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিবি ঘেরাও করার হুমকি ইশরাকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

বিসিবি ঘেরাও করার হুমকি ইশরাকের

আগামী মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ তফসিল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোতগ্রহণ। এদিকে নির্বাচন নিয়ে আজ আসন্ন নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর।

বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। এদিকে সরকার বাড়াবাড়ি করতে থাকলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ও সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন।


বিজ্ঞাপন


আজ আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বিসিবি নির্বাচনে যা হচ্ছে তা আসলে নির্বাচন নয়, বরং সিলেকশন চলছে। আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। এসব দেখে মনে হলো বিষয়টি সবাইকে জানানো উচিত। কিছু কাজ হয়েছে যার প্রমাণ আমার কাছে নেই, সেগুলো মৌখিকভাবে হয়েছে। আবার কিছু কাজ প্রমাণসহ দেখানো সম্ভব। ১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠিত হয়। এরপর সব যোগাযোগ ও সিদ্ধান্ত কমিশনের মাধ্যমেই হওয়ার কথা।”

tamim-ishraq-press-210925-01-1758465497

তামিম আরও বলেন, “আমি ১৭ সেপ্টেম্বর বিসিবিতে যাই। ওইদিনই ছিল মনোনয়ন জমার শেষ দিন। কিন্তু পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা আসে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার একাধিক পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তারা আমাকে বিষয়গুলো নিশ্চিত করেছেন। ওইদিন জানানো হয় কাউন্সিলর মনোনয়ন জমার তারিখ বাড়ানো হবে, প্রথমে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত, এরপর আবার দ্বিতীয় ধাপে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রথমবার সময় বাড়ানোর প্রস্তাবে গ্রুপে তিন-চারজন পরিচালক একমত হন। কিন্তু দ্বিতীয়বার সময় বাড়ানোর সিদ্ধান্তটি একতরফাভাবে নেওয়া হয়। বিসিবির একজন কর্মকর্তা ছাড়া আর কেউ এ ব্যাপারে কোনো মত দেননি। তিনি (বিসিবি সভাপতি আমিনুল ইসলাম) নিজের ইচ্ছায় সময় বাড়িয়ে দেন।”

এদিকে প্রতিবাদ জানিয়ে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন বলেন, “বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ স্পষ্ট। সরকার নিরপেক্ষ নয়, বরং নানাভাবে প্রভাব খাটাচ্ছে। এভাবে কোনো শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরাই কাউন্সিলর হিসেবে মনোনীত হোন। গঠনতন্ত্রে কোথাও নেই যে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দিতে হবে। যদি এ নিয়ে বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর