রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান, আজও হাত মেলাননি দুই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপে আজ হাই-ভোল্টেজ ম্যাচ। ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল। গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মাঝেই আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে এ দুই দল। সূর্যকুমার যাদবদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবেন সালমান আঘারা। এদিকে আজকের ম্যাচ ঘিরে আলোচনায় ছিল দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাবেন কি না। তবে তা বোধহয় আর হচ্ছে না। 

এর আগের ম্যাচেও দুই অধিনায়ক টসের পর একে পরের সঙ্গে হাত মেলাননি। আজও সূর্যকুমার এবং সালমান একে অপরের সঙ্গে হাত মেলাননি। ফলে ম্যাচ শেষেও এ দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাবেন না বলেই ধারণা করা হচ্ছে। 


বিজ্ঞাপন


ভারতের বিপক্ষে পাকিস্তান আজ মাঠে নামছে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন হাসান নেওয়াজ ও খুশদিল শাহ। তাঁদের জায়গায় খেলছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও হুসেইন তালাত। ভারতের একাদশেও আছে পরিবর্তন। ওমানের বিপক্ষে সবশেষ ম্যাচে দলে ছিলেন না জশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী। এ দুজন ফিরছেন একাদশে।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর