রিয়াল মাদ্রিদ গতকাল মাঠে নেমেছিল এস্পানিওলের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে মার্শেইকে হারানোর পর লিগে ২-০ গোলে এস্পানিওলকে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। দুর্দান্ত জয়ের এই ম্যাচে চমৎকার খেলেছেন ভিনিসিউস জুনিয়র। তবুও ৭৭ মিনিটেই তাঁকে তুলে নেন শাবি আলোনসো। ম্যাচ শেষে তাই হতাশা গোপন করতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। এ মৌসুমে এখনও পর্যন্ত কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পাননি তিনি।
কার্লো আনচেলত্তির বিদায়ের পর গত জুনে দায়িত্ব নেওয়া কোচ আলোনসোর অধীনে ভিনিসিয়ুসের মাঠে সময় কমে গেছে অনেকটাই। অথচ এর আগে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস রিয়ালের ২০২২ ও ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন, দু’টি ফাইনালেই করেছিলেন গোল। কিন্তু আলোনসোর অধীনে এখন পর্যন্ত ১২ ম্যাচে তিনি কেবল একবারই পুরো ৯০ মিনিট খেলেছেন। বাকি ১০ ম্যাচে বদলি হয়েছেন, আর দুটি ম্যাচে ছিলেন বেঞ্চে যার মধ্যে একটি ছিল চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে।
বিজ্ঞাপন
শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচে লেফট উইংয়ে দারুণ পারফর্ম করেন ভিনিসিয়ুস। বাঁ-প্রান্তের ডিফেন্ডার আলভারো ক্যারেরাসের সঙ্গে জমে ওঠে বোঝাপড়া, সামনে কিলিয়ান এমবাপের সঙ্গেও বেশ কার্যকর ছিলেন তিনি। এমবাপেকে এক গোলে অ্যাসিস্টও দেন, আরেকবার পোস্টে লাগে তার শট। তবু দুর্দান্ত ফর্মে থাকলেও কোচ আলোনসো তাকে তুলে নেন। ফলে নিজের হতাশাও লুকাননি ব্রাজিলিয়ান এই তারকা। তবে ভিনিসিয়ুসের হতাশা মেনে নিয়েও নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন কোচ।
আলোনসো বলেন, “আজ শুধু গোলটাই মিস করেছে ও। আমি যখন বদলি করি, তখন ওর সেরা সময় যাচ্ছিল। হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারতাম, কিন্তু আমি উইংয়ে ফ্রেশ প্লেয়ার আনতে চেয়েছি। একই ঘটনা ঘটেছে মাস্তান্তুয়োনোর সঙ্গেও। ওরাও খেলতে চাইছিল, কিন্তু আমাদের ম্যাচটা নিয়ন্ত্রণে আনতে হতো, তাই নতুন শক্তি দরকার ছিল।”
তিনি যোগ করেন, “ওরা একটু রাগ করেছে, কিন্তু এটা স্বাভাবিক। আমি ভিনির পারফরম্যান্সে খুশি, মাস্তান্তুয়োনোরটাতেও... তবে অনেক সময় নতুন খেলোয়াড় নামানো ছাড়া উপায় থাকে না।” নিজের সিদ্ধান্ত নিয়ে কোচের অবস্থান স্পষ্ট: “আমার কাজ হলো রিয়ালকে ম্যাচ জেতানো, খেলোয়াড়দের খুশি রাখা নয়। স্কোয়াডে এত অপশন থাকাটা দারুণ। যদি সিদ্ধান্ত না নেই, তবে এখানে থাকারই দরকার নেই। সঠিক সিদ্ধান্ত যত বেশি নিতে পারব, তত ভালো করব আমরা। মৌসুমটা অনেক লম্বা, তাই সব খেলোয়াড়কে ব্যবহার করতেই হবে।”

