রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশিয়া কাপ সুপার ফোরে টাইগারদের সমর্থন জানালেন হানিয়া আমির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

এশিয়া কাপ সুপার ফোরে টাইগারদের প্রতি সমর্থন জানালেন হানিয়া আমির

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে পুরো দেশজুড়ে যখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন টাইগারদের প্রতি সমর্থন জানিয়ে আলোচনায় এলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, হানিয়া বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরে হাতে Bangla Tigers লেখা পতাকা ধরে আছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'এসো বাংলা টাইগার্স।'


বিজ্ঞাপন


তবে জানা গেছে, ছবিটি আসল নয়। মূলত এআইয়ের সাহায্যে এটি তৈরি করা হয়েছে। তারপরও হানিয়ার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

Screenshot_2025-09-20_213413

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এতে দেড় লাখের বেশি বেশি প্রতিক্রিয়া এসেছে এবং হাজারো ভক্ত কমেন্ট করেছেন। অনেকেই বাংলাদেশ দলকে শুভকামনা জানানোর জন্য হানিয়ার প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে আজ  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ জয় পেলে ফাইনালের পথে এগিয়ে যাবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। আর এমন সময়েই হানিয়া আমিরের শুভেচ্ছা ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি করেছে বাড়তি রোমাঞ্চ।


বিজ্ঞাপন


এসটি/আরএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর