এশিয়া কাপে এক নিয়ম ভাঙার ঘটনায় আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) রোষের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসির অভিযোগ, পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার নইম গিলানি ম্যাচ শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ভিডিও করেছেন, যা টুর্নামেন্টের নিয়মের পরিষ্কার লঙ্ঘন।
বিষয়টি ঘটে পাকিস্তান বনাম ওমান ম্যাচের আগে। ম্যাচ শুরুর ঠিক আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসন আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নইম গিলানি, যিনি নিজের মোবাইলে সেই বৈঠকের ভিডিও ধারণ করেন। পরে সেটি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিজ্ঞাপন
আইসিসির মতে, টুর্নামেন্ট চলাকালীন ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’-তে কেবলমাত্র ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ কর্মকর্তাদের প্রবেশাধিকার থাকে। মিডিয়া ম্যানেজার সেই তালিকায় না থাকায়, তার উপস্থিতি ও ভিডিও ধারণ করাটা পরিষ্কারভাবে নিয়ম ভঙ্গের শামিল।
এ ঘটনায় আইসিসির দুর্নীতিদমন শাখা নইমকে ভিডিও করা থেকে আটকায় এবং বিষয়টি নিয়ে আইসিসির সিইও সংযোগ গুপ্ত পিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠান।
তবে পাল্টা জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, নইম গিলানি দলের সদস্য হিসেবেই বৈঠকে ছিলেন এবং তার উপস্থিতি নিয়মবিরুদ্ধ নয়। তারা আরও দাবি করে, যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা খতিয়ে দেখা উচিত ম্যাচ রেফারি ও দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের মাধ্যমে।
একটি সূত্র জানিয়েছে, শুরুতে নইমকে বৈঠকে ঢুকতে না দেওয়া হলে পাকিস্তান দল হুমকি দেয় তারা ম্যাচ খেলবে না। পরে পরিস্থিতি সামাল দিতে তাকে ঢুকতে দেওয়া হলেও ভিডিও করা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।

