রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামাইয়ের পারফর্মেন্সে সন্তুষ্ট নন, রেগে আগুন শ্বশুর আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম

শেয়ার করুন:

জামাইয়ের পারফর্মেন্স সন্তুষ্ট নন, রেগে আগুন শ্বশুর আফ্রিদি

ভারতের বিপক্ষে হারের পর নিজের জামাই শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে বল হাতে উইকেটশূন্য থাকলেও ব্যাট হাতে আলো ছড়ান শাহিন। ১৬ বলে ৪টি ছক্কা ও ১টি চারে করেন ৩৩ রান। তবে এই ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট নন আফ্রিদি। বরং তিনি মনে করেন, শাহিনকে মূল দায়িত্বে আরও মনোযোগী হতে হবে। 

শহীদ আফ্রিদি বলেন, 'এটা ঠিক যে শাহিন রান করেছিল বলে আমরা ১০০ পেরিয়েছি। কিন্তু ওকে কি দলে রাখা হয়েছে শুধু রান করার জন্য? আমি ওর কাছ থেকে রান চাই, তবে তার চেয়ে বেশি চাই ভালো বোলিং। ওর কাজ হলো উইকেট নেওয়া। ও একজন বোলার, সেটাই ওকে মনে রাখতে হবে।' 


বিজ্ঞাপন


পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা শাহিন আফ্রিদি গত কিছু ম্যাচে ধারাবাহিকভাবে উইকেটশূন্য থাকছেন। শহীদ আফ্রিদি চান, শাহিন যেন নিজের বোলিংয়ে আরও পরিকল্পিত হন এবং সুইং বোলিংয়ে মনোযোগ দেন।

তিনি আরও বলেন, 'শাহিনকে বুঝতে হবে, ওর কাজ হলো নতুন বলে সুইং করানো ও দ্রুত উইকেট নেওয়া। মাঠে নামার আগে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে হবে, তবেই শুরুতে উইকেট আসবে।'

শুধু খেলোয়াড় নয়, পুরো দেশের ক্রিকেট কাঠামো নিয়েও মুখ খুলেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'আমাদের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা একদম তৃতীয় শ্রেণির। যতদিন পর্যন্ত এটাই থাকবে, ততদিন আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি হবে না।' 

ভারতের বিপক্ষে সাত উইকেটের হারের পর পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা এখন সর্বত্র। সেই সমালোচনায় এবার যুক্ত হলেন শহীদ আফ্রিদিও।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর