সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইতিহাসে তৃতীয়বার এমন নজির দেখলো এশিয়া কাপে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

ইতিহাসে তৃতীয়বার এমন নজির দেখলো এশিয়া কাপে

এশিয়া কাপে ভালো শুরুর পরও টিকে থাকতে পারল না হংকং। দিনের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের লড়াকু পুঁজি গড়েও জয় ধরা দিল না। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার দারুণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

তবে হংকংয়ের হারের মূল কারণ, বাজে ফিল্ডিং। ম্যাচজুড়ে ছয়টি ক্যাচ ফেলেছে তারা, যা টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড। এর আগে তিনবার ৬টি করে ক্যাচ মিসের নজির ছিল ভারত (২০০৯), দক্ষিণ আফ্রিকা (২০১৭) ও অস্ট্রেলিয়া (২০২৪)।


বিজ্ঞাপন


এই টুর্নামেন্টে হংকং মোট ২৩টি ক্যাচের সুযোগ পেয়েছিল, কিন্তু ধরতে পেরেছে মাত্র ১২টি। মিস করেছে ১১টি, যার মূল্য দিতে হয়েছে বিদায় নিয়ে। যার মধ্যে একাই চারবার জীবন পেয়ে যান ওপেনার পাথুম নিসাঙ্কা। এই সুযোগে তিনি খেলেন ৬৮ রানের ইনিংস। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে মাত্র তৃতীয়বার কোনো ব্যাটার চারবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন।

ম্যাচ শেষে হতাশ হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন,'আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিলাম, যেগুলো খেলাটা আমাদের হাতছাড়া করে। তবে ইতিবাচক দিক হলো—আমরা বড় মঞ্চে খেলেছি, এটা আমাদের জন্য স্বপ্নপূরণ। এখন ফিরে গিয়ে ভুলগুলো নিয়ে কাজ করব।'

শুধু লড়াই করেই শেষ হয়নি, বারবার ক্যাচ ফেলে জয় হাতছাড়া করেছে হংকং। শেষ পর্যন্ত সেই ব্যর্থতাই বিদায়ের কারণ হয়ে দাঁড়াল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর