এশিয়া কাপ- ২০২৫ এ নিজেদের অভিযান আজ থেকে শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে টাইগাররা। গ্রুপ পর্বের এ ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। এরপর বল হাতে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন তাসকিন আহমেদ-তানজিম সাকিবরা।
বাংলাদেশ আজ ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায়। নিজের প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেন তাসকিন। টাইগার স্পিডস্টারের দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরতে হয় হংকং ওপেনার আনসি রাথকে।
বিজ্ঞাপন
এরপর পঞ্চম ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন তানজিম সাকিব। তরুণ এই পেসারের বলে বোল্ড হয়ে আউট হন হংকংয়ের বাবর হায়াত। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হংকং সংগ্রহ করতে পারে ২ উইকেটে ৩৪ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হংকংয়ের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে

