এশিয়া কাপ- ২০২৫ এ নিজেদের অভিযান আজ থেকে শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। গ্রুপ পর্বের এ ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক লিটন দাস।
হংকংয়ের বিপক্ষে এর আগে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১১ বছর আগে সেই ম্যাচে টাইগারদের হারিয়ে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল হংকং। এবার আবার দেশটির বিপক্ষে বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
হংকংয়ের বিপক্ষে হারের রেকর্ড থাকলেও এবারের এশিয়া কাপের আগে দুর্দান্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ট্বের এবারের আসরে টাইগারদের লক্ষ্য শিরোপা জয়। সে লক্ষ্যে সেরা একাদশ নিয়েই মাঠে নামছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
হংকং একাদশ
জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।

