রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইসিসির যুগান্তকারী পদক্ষেপের ইতিহাসে রয়েছেন বাংলাদেশের জেসিও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

আইসিসির যুগান্তকারী পদক্ষেপের ইতিহাসে রয়েছেন বাংলাদেশের জেসিও

আসন্ন উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো সব ম্যাচ পরিচালনায় থাকছেন নারী আম্পায়ার ও ম্যাচ রেফারিরা, এটি নারী ক্রিকেটের ইতিহাসে এক বিশাল মাইলফলক। আইসিসির এই যুগান্তকারী সিদ্ধান্তের অংশ হিসেবে গর্বের জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।

বিশ্বকাপের ১৪ জন আম্পায়ারের তালিকায় জায়গা পাওয়া সাথিরা হতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার। যিনি ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। এর আগেই দেশের ক্রিকেট মহলে এই খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লেও বৃহস্পতিবার আইসিসি সেটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।


বিজ্ঞাপন


৩৪ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার এর আগেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নারী হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে (বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজে) টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছেন। খেলোয়াড়ি জীবনে সাথিরা জাতীয় দলের হয়ে খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে কোচ, আম্পায়ার ও ক্লাব কর্মকর্তার ভূমিকায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ার পর তিনি উইমেন’স এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দায়িত্ব পালন করেছেন। নারী আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে আইসিসি শুধুমাত্র নারী অফিসিয়ালদের মাধ্যমে ম্যাচ পরিচালনার পাশাপাশি পুরস্কারের ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে। এবারের আসরে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি এবং মোট অর্থ পুরস্কার ছেলেদের শেষ ওয়ানডে বিশ্বকাপের তুলনায়ও বেশি রাখা হয়েছে। যা নারী ক্রিকেটের প্রতি বিশ্ব ক্রিকেটের আগ্রহ ও অঙ্গীকারকে আরও স্পষ্ট করে।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। ৩৩ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। যেখানে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর