শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

সিপিএলে ডাকাতি! অস্ত্রের মুখে দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

সিপিএলে ডাকাতি! অস্ত্রের মুখে দুই ক্রিকেটার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলাকালীন চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকলো বার্বাডোস। ৯ সেপ্টেম্বর, ভারতীয় সময় ভোর ৩টা নাগাদ সিপিএলের একটি দলের দুই ক্রিকেটার এবং এক কর্মকর্তা ভয়ানক এক ডাকাতির শিকার হন।

ঘটনার সময় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের দুই ক্রিকেটার একটি অনুষ্ঠানের পর হোটেলে ফিরছিলেন। সঙ্গে ছিলেন সিপিএলের এক কর্তা। পথিমধ্যে খাবার কিনতে গাড়ি থামালে, হঠাৎ কয়েকজন স্থানীয় দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের কাছ থেকে টাকা, গয়না ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।


বিজ্ঞাপন


তবে সৌভাগ্যবশত, তাঁরা কেউই কোনওভাবে আহত হননি। হোটেলে ফিরে দ্রুত ঘটনাটি জানানো হয় এবং সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। বার্বাডোস পুলিশ দ্রুত তদন্তে নামে এবং এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্রও।

সিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, “সকলের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমরা পুলিশকে পুরোপুরি সহযোগিতা করছি।” যদিও দুই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি, তবে প্যাট্রিয়টস দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সব খেলোয়াড় এবং কর্মীরা নিরাপদে আছেন।

উল্লেখ্য, প্যাট্রিয়টসের পরবর্তী ম্যাচ ১১ সেপ্টেম্বর বার্বাডোস রয়্যালসের বিরুদ্ধে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর