২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা টিকিয়ে রাখল বলিভিয়া। বাছাইপর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে শক্তিশালী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
এল আলতের উচ্চতায় খেলার চ্যালেঞ্জ সামাল দিতে পারেনি ব্রাজিল। বল দখলে এগিয়ে থাকলেও, আক্রমণে ছন্দ হারায় তারা। সুযোগটা কাজে লাগায় স্বাগতিক বলিভিয়া।
বিজ্ঞাপন
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েলিতো। ব্রাজিলের গোলরক্ষক আলিসন সঠিক দিকে ঝাঁপালেও গোল ঠেকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বলিভিয়া।
পরিসংখ্যান বলছে, বলিভিয়া পুরো ম্যাচে ২৩টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ব্রাজিল মাত্র ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৩টি।
এই জয়ে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সপ্তম স্থানে থেকে শেষ করে বলিভিয়া। সপ্তম হওয়ায় তারা পায় আন্তমহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ। অন্যদিকে, ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয় ব্রাজিল, যারা এর আগেই মূল পর্ব নিশ্চিত করেছিল।
বিজ্ঞাপন
এদিকে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে।

