শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সেন্ট লুসিয়া টেস্টে উইন্ডিজকে ১৩ রানের টার্গেট বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০২:০৪ এএম

শেয়ার করুন:

সেন্ট লুসিয়া টেস্টে উইন্ডিজকে ১৩ রানের টার্গেট বাংলাদেশের

সেন্ট লুসিয়া টেস্টে উইন্ডিজকে ১৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্য শুধু নামমাত্র। যাতে পৌঁছতে উইন্ডিজতে একটুও বেগ পেতে হবে না। 

ভেজা মাঠ অনেকটা সময় বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশের হার। প্রথম দুই সেশনে আউটফিল্ড প্রস্তুতই করতে পারেননি মাঠকর্মীরা। অবশেষে চা-বিরতির পর খেলা শুরু হয়।


বিজ্ঞাপন


মেহেদি হাসান মিরাজ দিনের চতুর্থ ওভারেই সাজঘরের পথ ধরেন ৪ রান করে। ইনিংস হার এড়াতে তখনও ২৬ রান দরকার বাংলাদেশের। নুরুল হাসান সোহান এরপর মারকুটে চেহারায় হাজির হলেন।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে বাঁচালেন ইনিংস হারের লজ্জা থেকে। ৪০ বলে ঝড়ো ফিফটি পূরণ করার সঙ্গে সঙ্গে দলকে লিডও এনে দেন সোহান। শেষ পর্যন্ত অপরাজিত থেকেন ৫০ বলে ৬০ রান করে। 

অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ১৮৬ রান। ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩২ রান।

এর আগে প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে গিয়েছিল ২৩৪ রানে। পরে ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে নেয় ১৭৪ রানের লিড।


বিজ্ঞাপন


এজেড/এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর